বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১০:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জামায়াতের উদ্যোগে শহীদদের স্মরণে ইফতার মাহফিল কালিগঞ্জে দেশীয় অস্ত্র ও বিদেশি মুদ্রাসহ আটক—১ কালিগঞ্জে ওলামা দলের আহবায়ক কমিটি গঠন পরিপূর্ণভাবে ইসলামকে অঁাকড়ে ধরতে হবে —অধ্যক্ষ মুহাদ্দিস রবিউল বাশার কালিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন আশাশুনি প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত কাশিমাড়ীতে জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সাতক্ষীরায় রোড শো অনুষ্ঠিত দেবহাটায় যুবদলের ভ্রাম্যমান ইফতারী বিতরণ রবিবার দিন রাত গুজবে গুজবে বিভ্রান্তিতে জনমানুষ শেষ পর্যন্ত প্রমাণ হলো গুজব, গুজবই গুজব রটনাকারীদের চিহ্নিত এবং আইনের আওতায় আনা জরুরী

মহাকাশ থেকে ছবি তুলেছে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

এফএনএস বিদেশ : পরীক্ষামূলকভাবে উৎক্ষেপাণ করা ক্ষেপণাস্ত্র হোয়াসং-১২ মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলেছে। সেই ছবি গতকাল সোমবার প্রকাশ করেছে উত্তর কোরিয়া। মহাকাশ থেকে তোলা ছবিতে কোরিয়া উপদ্বীপ এবং আশপাশের এলাকার চিত্র ধারণ করা হয়েছে। গত রোববার উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর খবরটি প্রথম নিশ্চিত করে দক্ষিণ কোরিয়া ও জাপানের সেনাবাহিনী। তবে ক্ষেপণাস্ত্রটির ধরন সম্পর্কে সে সময় কেউই নিশ্চিত করে কোনো তথ্য দিতে পারেনি। সে সময় অস্ত্র বিশেষজ্ঞরা মনে করেছিলেন পিয়ংইয়ংয়ের উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রটি মাঝারি পাল­ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ২০১৭ সালের পর এই প্রথম এ ধরনের ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো দেশটি। উত্তর কোরিয়ার স¤প্রচার মাধ্যম কেসিএনএ জানায়, হোয়াসং-১২ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাটি যথাযথভাবে কাজ করছে কি না তা নিশ্চিত হতেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটির ওপরের অংশে লাগানো ক্যামেরা উৎক্ষেপণের সময়, মাঝের ও মহাকাশে থাকা অবস্থার ছবি তোলে। কেসিএনএ আরো জানায়, উত্তর কোরিয়ার প্রতিবেশী দেশ ও অঞ্চলগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখেই ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা হয়েছিল। তবে রোববার উৎক্ষেপণের সময় সেখানে দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন উপস্থিত ছিলেন না। উত্তর কোরিয়া নিয়ে কাজ করা অঙ্কত পান্ডে বলেন, উনের অনুপস্থিতি এবং উৎক্ষেপণের বর্ণনা দিতে গিয়ে দেশটির মিডিয়া যে ভাষা ব্যবহার করেছে তা থেকে বোঝা যায় যে এই পরীক্ষাটি মূলত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা উন্নয়ন এবং সেটি সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেই চালানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com