শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১০:১৭ পূর্বাহ্ন

মহান স্বাধীনতার ইতিহাসে মুজিবনগর দিবস অবিস্মরণীয় দিন \ সাতক্ষীরায় আলোচনা সভায় বক্তারা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

মীর আবুবকর \ সাতক্ষীরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, বাঙালি জাতির স্বাধীনতা ইতিহাসে ঐতিহাসিক ১৭ এপ্রিল অবিস্মরণীয় দিন। ঐদিন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদকে প্রধানমন্ত্রী করে এদেশে প্রথম সরকারের শপথ গ্রহণ করেন। এই সরকার বিশ্ব জনমত গঠনের পাশাপাশি রাজনৈতিক কূটনৈতিক কর্মকাণ্ড এবং ভারতে আশ্রয় নেওয়া প্রায় এক কোটি শরণার্থীর পুনর্বাসন কার্যক্রম পরিচালনা করেন। এখানে শেষ নয় সরকারের দক্ষতা বলিষ্ঠ পরিচালনায় মুক্তিযুদ্ধের সফল সমাপ্তি ঘটে। শুধু তাই নয় ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর বাঙালি জাতি ৩০ লক্ষ শহীদের রক্ত ও ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছেন। এই সবকিছু সম্ভব হয়েছে বিপ্লবী মুজিবনগর সরকারের যোগ্য নেতৃত্ব। তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে ঐতিহাসিক মুজিবনগর সরকার সম্পর্কে জানাতে হবে। স্বাধীনতার প্রকৃত ইতিহাস আর যেন কেউ বিকৃত করতে না পারে। বঙ্গবন্ধু আমাদের মাঝে আর নাই কিন্তু তার আদর্শ ধারণ করতে হবে। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশ দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সাতক্ষীরা মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমান উল­াহ আল হাদী, অতিঃ পুলিশ সুপার প্রশাসন মোঃ সজিব খান, অতিঃ জেলা প্রশাসক কাজী আরিফুর রহমান, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রবিউল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমিন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম আব্দুল­াহ আল মামুন, জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, ডাঃ জয়ন্ত সরকার, ইসলামিক ফাউন্ডেশনের ডিজি আবুল কালাম আজাদ, জেলা মহিলা লীগের সাঃ সম্পাদক জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান জোসনা জোৎস্না আরা সহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com