এফএনএস বিদেশ : মাঝ আকাশে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনীর দুটি কেটি-১ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। খবর ইয়ুনহাপের। বিমানবাহিনী ও স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মকর্তাদের বরাতে খবরে বলা হয়, দক্ষিণ কোরিয়ার দক্ষিণাঞ্চলে মাঝ আকাশে বিমানবাহিনীর দুটি কেটি-১ প্রশিক্ষণ বিমানের সংঘর্ষে তিন পাইলট নিহত হয়েছেন। এ ঘটনায় এক পাইলট নিখোঁজ রয়েছেন। প্রশিক্ষণ বিমান দুটি সাচিওনের একটি ধানের জমিতে পড়েছে। ওই এলাকাটি সিউলের ৩০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। নিকটবর্তী একটি ঘাঁটি থেকে উড্ডয়নের কয়েক মিনিট পর দুপুর ১টা ৩৭ মিনিটের দিকে প্রশিক্ষণ বিমান দুটির মধ্যে সংঘর্ষ হয়। ঘটনার কারণ উদঘাটনে বিমানবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফের নেতৃত্বে একটি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। ঘটনাস্থলে পাঠানো হয়েছে ৩০ জনের বেশি দমকলকর্মীকে। দক্ষিণ কোরিয়া দেশে তৈরি দুই আসনবিশিষ্ট একক ইঞ্জিনের এ প্রশিক্ষণ বিমান ২০০০ সাল থেকে ব্যবহার করে আসছে।