মীর আবুবকর \ সাতক্ষীরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ অনুষ্ঠিত হয়েছে। মুজিব বর্ষের আয়োজন সুস্থ দেহ, সুন্দর মন এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল বেলা ১২টায় সরকারি কলেজ মাঠে বিভিন্ন ইভেন্টে বর্ণাঢ্য আয়োজনে উৎসাহ উদ্দীপনার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ আমানউলাহ আল-হাদী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সরকারি কলেজ। এ কলেজের অনেক সুনাম রয়েছে। কলেজ থেকে শিক্ষা নিয়ে বহু শিক্ষার্থী সরকারের গুরুত্বপূর্ণ দপ্তরের দায়িত্ব পালন করছেন। কলেজের শিক্ষার্থীরা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিষে স্থানের নাম লিখতে সক্ষম হয়েছে। মাদককে পরিহার করে খেলাধুলার উপর গুরুত্ব দিতে হবে। খেলাধুলা ছাড়া মানুষের মন প্রফুল রাখা সম্ভব নয়। খেলাধুলার মাধ্যমে নিজেদেরকে অতি সহজে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায়। সাতক্ষীরা সরকারি কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার অগ্রগতি আরো বাড়াতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলেজের শিক্ষক পর্ষদ সম্পাদক কাজী আসাদুল ইসলাম, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর মোঃ আবুল হাশেম। এসময় উপস্থিত ছিলেন, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর এস এম আফজাল হোসেন, অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, অধ্যক্ষ একেএম মোকাররম আলী, অধ্যক্ষ সুকুমার দাস, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম, প্রফেসর ড মোঃ হানিফ মলিক, ফেরদৌস আরা শিউলি, প্রফেসর মহাদেব চন্দ্র সিংহ, আল মুনতাসির বিলাহ, প্রফেসর আবু সাঈদ, প্রফেসর বলাই চন্দ্র ঘোষ, মোঃ ছানোয়ার হোসেন, আ ম গাউছার রেজা, মোঃ আশরাফুল আলম, মফিজুল ইসলাম, সন্দীপ দাস, ইয়াসিন আলী ও মনিরুল ইসলাম সহ কলেজের সকল শিক্ষক, প্রকৌশলী শেখ তহিদুর রহমান ডাবলু, যুবলীগের নেতা মীর মহিতুল আলম মহি, পৌর আলীগের নেতা জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সভাপতি আশিকুর রহমান আশিক, সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল, সাঃ সম্পাদক সুমন হোসেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণীবিদ্যা বিভাগের সহকারি অধ্যাপক মোঃ অলিউর রহমান।