বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের ফ্রী অক্সিজেন সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল ২ জুন শুক্রবার সকাল ১১ টায় অত্র ফাউন্ডেশনের উদ্যোগে ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে অত্র এলাকার জরুরী, মুমূর্ষ, করোনা, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীদের জন্য ফ্রী অক্সিজেন সেবার এই কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে অক্সিজেন সেবা কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন অত্র ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা সমাজসেবক আলহাজ্ব ডাঃ শেখ আইয়ুব আলী। এ সময় তিনি বলেন, এই ফাউন্ডেশনটি ২০২০ সালে যাত্রা শুরু করে সামাজিক দায়বদ্ধতা থেকে অত্ম মানবতার সেবায় সুনামের সাথে কাজ করে আসছে। তারই ধারাবাহিকতায় আজ আমাদের এই ফ্রী অক্সিজেন সেবার কার্যক্রম শুরু করা হলো। আশা করি সকলের সহযোগিতায় আমরা এই ফাউন্ডেশনকে সফলতার সাথে এগিয়ে নিয়ে যাব। আপনারা সকলেই অত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সফলতা কামনা করবেন। উক্ত ফ্রী অক্সিজেন সেবা পেতে এই মোবাইল ০১৯১১-৭৭৭৯৫২ নাম্বারে যোগাযোগ করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হলো। সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরনগর ক্যাটারিং সার্ভিসের পরিচালক মোঃ ফারুক হোসেন, অত্র ফাউন্ডেশনের সদস্য শুভ সাহা, মোঃ হাফিজ হোসেন সহ অন্যান্য সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।