এড. তপন কুমার দাস \ সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান বিশিষ্ট কবি শেখ মফিজুর রহমান বলেছেন, মানব পাচার মানব সভ্যতার বিকাশে একটি বড় হুমকি ও অভিশাপ। ফুল বিকশিত হওয়ার আগে ঝরে যাওয়ার মতই যারা পাচারের শিকার তারাও ঝরে যায়। আমরা যেকোন বিষয় আশা করতে পারি কিন্তু আসক্তি থাকা ভালো নয়, মানুষ লোভের বশবর্তী হয়ে অধিক লাভের আশায় পাচারের শিকার হয়। মানব পাচারের ক্ষেত্রে দালাল, কখনো কখনো আত্মীয়-স্বজনও এর দায় এড়াতে পারে না। তিনি আরো বলেন, সাতক্ষীরা একটি সীমান্তবর্তী জেলা এই জেলায় মানব পাচারের সংখ্যা দিন দিন বাড়ছে অধিকন্তু সাতক্ষীরা জেলার সীমান্ত অঞ্চল দেশের মানব পাচারের ক্ষেত্রে একটি বড় পয়েন্ট। সাতক্ষীরা জেলার মানব পাচার প্রতিরোধে যে কোন সহযোগিতার জন্য তিনি প্রস্তুত আছেন মর্মে সবাইকে অবহিত করেন। গতকাল অপরাহ্ণে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে মানব পাচার প্রতিরোধ শীর্ষক এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে উপরোক্ত বক্তব্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এমজি আজম, জেলা লিগ্যাল এইড অফিসার ও সহকারী জজ মোঃ মনিরুল ইসলাম সঞ্চালনা করেন এনজিও রাইটসের সাকিবুল ইসলাম সাকিব ও জেলা লিগ্যাল অফিসার মোঃ মনিরুল ইসলাম, আলোচনার পর্বে অংশগ্রহণ করেন রাইটস এর যশোর প্রতিনিধি এড. তাহমিদ আকাশ। উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন আইনজীবী, জনপ্রতিনিধি, এনজিও কর্মী, শিক্ষার্থী সহ আরো অনেকে।