শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৬:১১ পূর্বাহ্ন

মালিতে ২০৩ জন নিহত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৪ এপ্রিল, ২০২২

এফএনএস বিদেশ : মালিতে সেনাবাহিনীর অভিযানে ২০৩ জন নিহত হয়েছেন। সেনাবাহিনীর দাবি, তারা সন্ত্রাসী। চলতি বছরের মার্চের ২৩ থেকে ৩১ তারিখ পর্যন্ত চলা অভিযানে ‘সন্ত্রাসী রাজ্যে’র ২০৩ জন নিহত হয়েছে। এএফপি জানায়, অভিযানটি সাহেলের মৌরা এলাকায় পরিচালিত হয়। সৈন্যরা ২০৩ জন জঙ্গিকে মেরে ফেলেছে, ৫১ জনকে গ্রেফতার করেছে এবং বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করেছে বলে সেনাবাহিনীর বিবৃতিটিতে জানানো হয়। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ ওঠে, মৌরাতে বেসামরিক নাগরিকসহ বহু নিরপরাধ মানুষকে মেরে ফেলা হয়েছে। এরপরেই সেনাবাহিনী নিহতের সংখ্যা নিয়ে ঘোষণাটি দেয়। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস সা¤প্রতিক সময়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এ বিষয়ে সতর্ক করেছেন, মালির সন্ত্রাসবিরোধী এসব অভিযান বেসামরিক জনগণের জন্য সর্বনাশা পরিণতি ডেকে এনেছে। মালিতে সামাজিক মাধ্যমে এই সপ্তাহে এমন অভিযোগ উঠে আসে যে, মৌরাতে বেসামরিক লোকজনসহ ডজনকয়েক মানুষকে মেরে ফেলা হয়েছে। তারপরই সেনাবাহিনীর এ ঘোষণাটি দেওয়া হয়। এএফপির পক্ষে সেনাবাহিনীর দাবিকৃত নিহতের সংখ্যা বা সামাজিক মাধ্যমের খবরগুলো যাচাই করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com