এফএনএস স্পোর্টস: ঢাকা টেস্টে আগের দিন বিরাট কোহলিকে শেষ বিকালে ফিরিয়ে বাঁধভাঙা উলাস করেছিলেন বাংলাদেশের ফিল্ডাররা। তাতে বিরক্ত হয়ে তাদের ওপর রাগ প্রকাশ করতে দেখা যায় ভারতের সাবেক অধিনায়ককে। গতকাল রোববার টেস্ট জেতার পর সেই বিরাটকে দেখা গেলো ভিন্নরূপে। মেহেদী হাসান মিরাজকে নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি উপহার দিয়েছেন তিনি। কিছুক্ষণের জন্য আড্ডাও দিয়েছেন। শুধু মিরাজই নন, সামনে যাদের পেয়েছেন সবার সঙ্গে আড্ডায় মেতে উঠেন এই ক্রিকেটার। কিং কোহলি মিরাজকে নিজের স্বাক্ষরিত একটি ওয়ানডে জার্সি উপহার দিয়েছেন। সেই জার্সিতে লেখা, ‘টু মিরাজ, বেস্ট উইশেস ফ্রম বিরাট কোহলি।’ বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটারের জার্সি পেয়ে মিরাজও ভীষণ খুশি। দু’জনের ছবি পোস্ট করে সামাজিক মাধ্যমে মিরাজ লিখেছেন, ‘অন্যতম সেরা ক্রিকেটার বিরাট কোহলির কাছ থেকে পাওয়া বিশেষ স্মারক।’ প্রায়ই নিজের জার্সি, ব্যাট অন্যান্যের উপহার দিয়ে থাকেন কোহলি। টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন লিটন দাসকেও নিজের ব্যাট উপহার দিয়েছিলেন।