মীর আবুবকর \ মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন ও মুক্তিযোদ্ধা সন্তানদের কোটা পূর্ণবহালের দাবিতে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধা সন্তানদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ জেলা কমান্ডের উদ্যোগে গতকাল দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে সংগঠনের জেলা সভাপতি সৈয়দ ফিরোজ কামাল শুভ্রর সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম বার। সংবর্ধিত অতিথি হিসেবে ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় চেয়ারম্যান মো: সোলায়মান মিয়া। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় মহাসচিব শফিকুল ইসলাম বাবু। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন মশু, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রুহুল আমীন, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সেলিম রেজা, কাজি টিটু, আলমগীর কবির সুমন, আবু সুফিয়ান। কেন্দ্রীয় সদস্য ও জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সিনিয়র সহ-সভাপতি এবং সাতক্ষীরা প্রেসক্লাবের সাঃ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা সভাপতি মাহমুদ আলী সুমন, সন্তান সংসদের সহ-সভাপতি মনিরুজ্জামান নয়ন, সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ, সদরের আবুল কালাম আজাদ, দেবহাটা সভাপতি মাস্টার সিরাজুল ইসলাম, তালা সভাপতি আসাদুলাহ মিঠু, আশাশুনি সভাপতি রাজু আহমেদ পিয়াল, সদরের বৈকারী ইউনিয়ন সভাপতি মেম্বর আব্দুল জলিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ ও শফিক আহমেদ, সদর উপজেলা যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান সুমন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন তুচ্ছ করে সেদিন মুুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল পিতারা। তাদের জন্য আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে কাজ করতে হবে। মুক্তিযোদ্ধারা আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান। বাংলাদেশে আর কখনো মুক্তিযোদ্ধাদের জন্ম হবে না। আমরা বীর যোদ্ধাদের গর্বিত সন্তান। সর্বদা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ লালন করতে হবে। মুক্তিযোদ্ধাদের তাদের যোগ্য সম্মান দিতে হবে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজাকারদের বিচার সম্পন্ন হয়েছে। শুধু তাই নয় বর্তমান দেশ উন্নয়নের মহাসড়কে পরিণত হয়েছে। দেশে এমন কোন বিভাগ নেই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। মুক্তিযোদ্ধাদের অবদান বাঙালি জাতির স্মৃতিতে চির অম্লান হয়ে থাকবে। অনুষ্ঠানে গণসংগীত পরিবেশন করেন বর্ণমালা একাডেমির শিল্পীরা। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সাঃ সম্পাদক এসএম শরিফুজ্জামান শরিফ।