সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

মৃগিডাঙ্গায় মামা ভাগ্নে হত্যা কান্ড ॥ কাদছে মৃগিডাঙ্গা ॥ সাতক্ষীরার ভৌগলিক পেরিয়ে অন্যান্য জনপদে বিস্তৃত শোক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪

হত্যাকারীদের গ্রেফতার এবং দৃষ্টান্ত মুলক শাস্তীর দাবী
স্টাফ রিপোর্টার ॥ সাতক্ষীরা সদর উপজেলার মৃগিডাঙ্গা গ্রাম কাঁদছে। হতবিহ্বল, শোকাহত সেই সাথে ক্ষুব্ধ গোটা গ্রাম। মৃগিডাঙ্গা গ্রাম বরাবরই শান্ত, অথচ সে খানেই ঘটে গেল মধ্যযুগীয় নির্মম, নিষ্ঠুর বর্বরতা। অন্যান্য দিনের মত সোমবারও গ্রামটিতে সুর্য উঠেছিল, গ্রামবাসি প্রতিদিনের ন্যায় সেদিনও কাজ কর্মে ছিল। রোজনামচায় কোন ধরনের ঘাটতি ছিল না। দেশে সরকার পতন আন্দলোন চলে−ও গ্রামটিতে কয়জন তা খোজ রাখে। মর্মান্তিক আর নিষ্ঠুরতার বলি মামা ভাগ্নে তহিদুল ও সাইফুল জানতো না মৃত্যু দুত তাদের অপেক্ষায়। সন্ধ্যা ঘনিয়ে আসে, অন্যদিনের ন্যায় সেদিন ও তারা বসতবাড়ীতে অবস্থান করছিল। কোন ঝামেলা, গোলযোগ বা রাজনীতির হাওয়া তাদের সাথে সম্পৃক্ত ছিল না। গ্রাম্য সহজ সরল জীবন যাপনে অভ্যস্থ। জমি জমা সংক্রান্ত বিরোধের বিষয়টি গ্রামের সকলের জানা, আদালতে দেওয়ানী ও ফৌজদারী মামলাও চলছিল। অন্ধকারাচ্ছন্ন আবহে জেল পালানো খুনি চক্র উপস্থিত হলো চিরশান্ত মৃগিডাঙ্গা গ্রামের মৃত জবেদ আলীর বাড়ীতে। চরম নিষ্ঠুরতা আর নৃসংষতাকে সঙ্গী করে হত্যা করলো মামা ভাগ্নেকে। হত্যাকরী জেল পলাতক একই গ্রামের লুৎফর রহমানের পুত্র আবু হোসেন ও গফুরের পুত্র ফিরোজ। হত্যা কান্ডের শিকার তহিদুল ও সাইফুলদের দায়ের করা মামলায় তারা কারাগারে ছিল। এই হত্যাকান্ড সাতক্ষীরার সীমান্ত পেরিয়ে আশপাশের জনপদকে ও বিবর্ণ করেছে। সোমবারের পৈশাষিক হত্যাকান্ড ইতিহাসের অন্যতম নির্মমতা আর অসহায়ত্বর কথাই বলে যাবে। পুলিশ তখন নিজেদের রক্ষায় তৎপর এবং এক ধরনের বিশৃঙ্কলা পরিবারটি লাশ নিয়ে বসে থেকেছে। হতভম্ব থেকেছে লাশ উদ্ধার, ময়না তদন্ত, পুলিশী অভিযান, আসামীদের গ্রেফতার সব কিছুই যেন অধরা। পুলিশ বর্তমানে নিজস্বতায় ফিরেছে। জনসাধারনের জানমাল রক্ষায় প্রহরী পুলিশী তৎপরতা এবং হত্যাকারীদের গ্রেফতার এখন সময়ের দাবী। শান্ত গ্রামবাসি অপেক্ষার প্রহন আছেন। নিহতদের পরিবার স্বজন হারানোর বেদনাকে সঙ্গী করে হত্যার বিচার চাইছেন। নিশ্চই হত্যাকারীরা আইনের আওতায় আসবে। দৃষ্টান্তমূলক শাস্তি পাবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com