দৃষ্টিপাত ডেস্ক ॥ মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা দপ্তরের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় আলোকিত আয়োজনে, উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল খেলা। বর্ণাঢ্য আয়োজনের উক্ত ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরন করেন জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। মেহেরপুর স্টেডিয়ামে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: শামীম হাসান, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আব্দুস সালাম, ডিডি এলজি মো: শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার কামরুল আহসান, অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ও স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন, বক্তব্য রাখেন জেলা আ’লীগ এম.এ খালেক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আতাউর রহমান, শিক্ষা অফিসার সদর ফারুক উদ্দীন, অনুষ্ঠান পরিচালনা করেন সাংবাদিক মিজানুর রহমান, ফাইনাল খেলায় উপস্থিত প্রধান অতিথি সহ অপরাপর অতিথি ও খেলার সাথে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: রুহুল আমিন।