সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ব্যবসায়ী ইমরান হত্যাচেষ্টায় শেখ হাসিনাসহ ১২৬ জনের নামে মামলা ইসি কমিশনারদের জ্যেষ্ঠতা নির্ধারণ করলো সরকার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই, আধিপত্যবাদ মেনে নেবো না: হেফাজত আগামী নির্বাচন অনেক কঠিন হবে: তারেক রহমান ভূমি সংস্কার হলে পার্বত্য চুক্তি সার্থক হবে: পার্বত্য উপদেষ্টা সার্ক পুনরুজ্জীবিত করতে পারলে পুরো অঞ্চলের মানুষের কল্যাণ: ড. ইউনূস ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭০৫ মতাদর্শ বিবেচনা করে সাংবাদিকদের আর্থিক অনুদান দেওয়া হত: আব্দুল্লাহ গাজীপুরে আরেক মামলায় খালাস পেলেন তারেক রহমান জাবিতে নিহত আফসানার পরিবারকে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে নোটিশ

মোংলায় বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে ফিরলেন সালেহ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

এফএনএস: মোংলায় সুন্দরবনে মাছ ধরার সময় বাঘের কামড় ও থাবা খেয়েও প্রাণে বেঁচে গেছেন জেলে আবু সালেহ আকন (৪৫)। বাঘের আক্রমণে শরীরে ক্ষত নিয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি। এদিকে বাঘের সঙ্গে লড়াই করে ফিরে আসা ওই জেলেকে দেখতে হাসপাতালে উৎসুক মানুষের ভিড়ের কারণে বেকায়দায় পড়েছে কর্তৃপক্ষ। জেলে আবু সালেহ আকন বলেন, গতকাল রোববার সকালে মোংলার সুন্দরবন ইউনিয়নের দক্ষিণ বাজিকরখন্ড গ্রামের মো. হানিফকে নিয়ে জিউধরা এলাকার শুয়ারমারা খালে চরপাটা জাল দিয়ে মাছ ধরছিলাম। এ সময় হঠাৎ একটি বাঘ আক্রমণ করে। পিছন থেকে বাঘটি আমার ডান হাতে ও বাম হাতে কামড়, বাম ঘাড় ও পিঠে ছয়টি থাবা বসিয়ে দেয়। এ ছাড়া আঁচড়ে জখম করে। বাঘের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে খালে লাফিয়ে পড়ে চিৎকার শুরু করি। তখন বাঘটি সেখান থেকে বনের গহিনে চলে যায়। পরে ঘটনাস্থল থেকে দূরে থাকা সালেহের সঙ্গী হানিফ ও সালেহের চাচাতো ভাই আসাদুল সরদার তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের চিকিৎসক ডা. ফয়সাল হোসেন স্বর্ণ বলেন, সালেহের শরীরের বিভিন্ন জায়গায় সাতটি কামড়, থাবা ও আঁচড়ের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে স্থানীয় ইউপি মেম্বার (সংরক্ষিত) মাসুমা বেগম বলেন, সালেহ একজন পেশাদার জেলে, তার বাবাও জেলে ছিলেন। বন বিভাগের কাছ থেকে পাস পারমিট নিয়ে সুন্দরবনে চরপাটা জাল দিয়ে মাছ ধরতে গেলে বাঘের আক্রমণের শিকার হন সালেহ। সালেহ খুব সাহসী হওয়ায় বাঘের সঙ্গে ধস্তাধস্তি করে প্রাণে বেঁচে এসেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com