বৃহস্পতিবার, ০৮ জুন ২০২৩, ০৫:৩৫ অপরাহ্ন

মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন মমতা-রাহুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২

এফএনএস বিদেশ: বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধীকে বরাবরই মোদি সরকারের সমালোচনা করতে দেখা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। কিন্তু প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে সেসব ভুলে তাকে শুভেচ্ছা জানিয়েছেন রাহুল গান্ধী। গতকাল শনিবার মোদির ৭২তম জন্মদিনে টুইটবার্তায় শুভেচ্ছা জানান তিনি। রাজনৈতিক ইস্যুতে মোদির সঙ্গে কংগ্রেসের বিরোধ লেগেই থাকে। তারপরও মধ্যেও টুইটে রাহুল লিখেন, ‘জন্মদিনে নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা’। প্রধানমন্ত্রী জন্মদিন শুভেচ্ছা জানিয়েছে ভারতের অন্যান্য নেতাকর্মীরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শনিবার টুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তার ৭২তম জন্মদিনে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’ মোদির সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। দিলি­র মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও টুইট করে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনা করে শুভেচ্ছা জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com