বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নূরনগরে বিশিষ্ট ব্যবসায়ী জেহের আলী সরদারের মৃত্যুবার্ষিকী পালিত তালা যুবদলের বিক্ষোভ প্রতিবাদ মিছিল এটিএম আজহারুলের মুক্তির দাবিতে সাতক্ষীরা জামায়াতের বিক্ষোভে মানুষের ঢল বুধহাটায় শহীদ আনোয়ার হোসেনকে দেশের প্রথম ভাষা সৈনিক স্বীকৃতি ও রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে মানববন্ধন আশাশুনি ক্ষুদ্রঋণ কার্যক্রম গতিশীলতা আনায়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা কয়রায় বিএনপির কর্মী সভায় জেলা বিএনপির আহবায়ক মন্টু বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে ঐক্যবদ্ধ মিছিল হবে একটাই খুলনায় অপারেশন ডেভিল হান্টে ১১ জন গ্রেফতার খুলনায় গাজাসহ একজন আটক খুলনায় ইয়াবাসহ আটক এক কালিগঞ্জে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে মাসিক সভা অনুষ্ঠিত

মোমেন-জয়শঙ্কর বৈঠক আজ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৯ জুন, ২০২২

এফএনএস: বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীরা রোববার দিলি­তে বৈঠকে বসছেন। এই বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের বিষয়টি চ‚ড়ান্ত হতে পারে। এছাড়া দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন বিষয়ও গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ-ভারত যৌথ পরামর্শক কমিশন (জেসিসি) বৈঠকে যোগ দিতে গতকাল শনিবার দিলি­ গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। আজ রোববার ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন তিনি। চ‚ড়ান্ত হতে পারে প্রধানমন্ত্রীর সফর: বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে গত বছরের ২৫ মার্চ ঢাকায় এসেছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সেই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সফরের আমন্ত্রণ জানান। এরপর গত বছর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকা সফর করেন। এক বছরের মধ্যেই ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ঢাকা সফর করেছেন। ফিরতি সফর হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিলি­ যাবেন। রেববারর বৈঠকে সেই সফরের বিষয়টি চ‚ড়ান্ত হতে পারে। রাশিয়া ইস্যুতে দিলি­র কৌশল বুঝতে চায় ঢাকা: রাশিয়ার কাছ থেকে জ¦ালানি তেল ও গম আমদানি করছে ভারত। বাংলাদেশও রাশিয়ার কাছ থেকে জ¦ালানি তেল ও গম আমদানি করতে চায়। তবে ইউক্রেন যুদ্ধের প্রেক্ষিতে রাশিয়ার কাছ থেকে তেল ও গম আনার বিষয়ে দিলি­র কৌশল বুঝতে চায় ঢাকা। এ বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে। বৈঠকের আগেই আম উপহার: দিলি­তে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকের আগেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি রাম নাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এক মেট্রিক টন আ¤্রপালি আম উপহার হিসেবে পাঠিয়েছেন। ১৭ জুন আমগুলো ক‚টনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাসভবনে পাঠানো হয়। দিলি­র ক‚টনৈতিক সূত্র জানায়, রোববার উভয়পক্ষের মধ্যে আরও উষ্ণ পরিবেশে ফলপ্রসূ বৈঠক যেন হতে পারে, এ ক্ষেত্রে আম ক‚টনীতিও ভ‚মিকা রাখবে। বৈঠকে যেসব বিষয় উঠতে পারে: জেসিসি বৈঠকে দু’দেশের মধ্যে যোগাযোগ, পানি ব্যবস্থাপনা, কানেকটিভিটি, নিরাপত্তা, বিদ্যুৎ, জ¦ালানি, সীমান্ত ব্যবস্থাপনা, ব্যবসা-বাণিজ্যসহ নানা বিষয় আলোচনা হবে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন দিলি­ সফরের প্রাক্কালে সাংবাদিকদের জানিয়েছেন, রোববারের জেসিসি বৈঠকে দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ¦ালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি। জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বন্টন ইস্যুতে আলোচনা হবে। বৈঠকের বিষয়ে দিলি­র ভাষ্য: গতকাল শনিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ রোববার দিলি­তে জেসিসি বৈঠক অনুষ্ঠিত হবে। কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার পর এটিই হবে প্রথম সশরীরে জেসিসি বৈঠক। এর আগে ২০২০ সালে ভার্চ্যুয়ালি জেসিসি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। বৈঠকে সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাণিজ্য ও বিনিয়োগ, সংযোগ, জ¦ালানি, পানি সম্পদ, উন্নয়ন অংশীদারিত্ব, আঞ্চলিক ও বহুপাক্ষিক বিষয় আলোচনা হবে। উলে­খ্য, এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন গত ২৭ মে আসাম সফর করেন। সেখানে তিনি নদী বিষয়ক একটি আন্তর্জাতিক কনক্লেভে যোগ দেন। আসাম থেকে দিলি­তে গিয়ে ৩০ মে জেসিসি বৈঠকে যোগ দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রীর। তবে সেই বৈঠক স্থগিত করা হয়। এর আগে গত ২৮ এপ্রিল ঢাকা সফরকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। সে সময় জয়শঙ্কর মোমেনকে ভারত সফরের আমন্ত্রণ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com