সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগের বার্তার সম্পাদক ও প্রকাশক আবু নাসের মো: আবু সাঈদ এর বড় ফুফু এবং প্রেসক্লাবের সদস্য দৈনিক যুগের বার্তার নির্বাহী সম্পাদক মো: হাবিবুর রহমান হাবিব এর বোন মোছাঃ সাবহিা খাতুন (৬৫) শনবিার দুপুর ১২ টায় ইন্তকোল করছেনে (ইন্নালিলাহি…….রাজিউন)। মৃত্যুকালে স্বামী, ২ছেলে, ৪মেয়েসহ আতœীয় স্বজন ও বহু গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ শনিবার রাত ৮.১৫ টায় আলপিুর (চকেপোস্ট) রাশদিা বেগম আব্দুস সাত্তার কমপ্লক্সে এ অনুষ্ঠতি হবে। তার মৃত্যুাতে সাতক্ষীরা প্রেসক্লাবের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও রুহের মাগফিরাত কামনা করা হয়েছে। শোক জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপী, সহ-সভাপতি হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী সুজন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক শহিদুল ইসলাম, অর্থসম্পাদক শেখ মাসুদ হোসেন, দপ্তর সম্পাদক শেখ ফরিদ আহমেদ ময়না, নির্বাহী সদস্য মকসুমুল হাকিম, সেলিম রেজা মুকুল, আব্দুল গফুর সরদার, মাছুদুর জামান সুমন, এম শাহীন গোলদারসহ প্রেসক্লাবের সকল সদস্যবৃন্দ।-প্রেস বিজ্ঞপ্তি