শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৭:২৭ অপরাহ্ন

যৌতুক মামলার বাদিনীকে হুমকি : থানায় সাধারন ডাইরী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা শহরস্থ দক্ষিন পলাশপোলের আবুল হোসেন সরদারের কন্যা সারাবান তাহেরা (৩১) যৌতুক মামলা করায় অব্যাহত ভাবে হুমকির সম্মুখিন, আর এ নিয়ে ভুক্তভোগী, মামলাকারী সারাবান তাহেরা তারও পরিবারের সদস্যদের জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি আশঙ্কা ও নিরাপত্তা চেয়ে সাতক্ষীরা সদর থানায় সাধারন ডাইরী করেছেন যার নং- ১৭৩। সদর থানায় সাধারন ডাইরীতে সারাবান তাহেরা উলে­খ করেছেন ১নং বিবাদী আমার স্বামী হয় খায়রুল ইসলাম ৪৩, পিতা দাউদ আলী গাজী, ২ কামরুজ্জামান (৪৭), পিতা- আশু দর্জি সহ তাদের সহযোগিরা যৌতুকের দাবীতে আমার উপর নির্যাতন করায় আমি বাদিনী হয়ে চারজনের নামে সাতক্ষীরা সদর থানায় মামলা দায়ের করি মামলা নং- ০৭, জিআর ৯০/২২ উক্ত মামলা করার পর হতে মামলা তুলে নিতে হুমকি দিয়ে আসছে। সর্বশেষ গত ৩/৪/২২ইং তারিখে মুনজিতপুর মিনি মার্কেটের সামনে দেখা পেলে বিবাদীরা মামলা তুলে নিতে হুমকি দিয়ে বলে যে, মামলা তুলে না নিলে আমাকে খুন জখম করিবে। এবং আমার ও আমার পরিবারের সদস্যদের নামে মিথ্যা মামলা দিবে। বর্তমানে তিনি জীবনের নিরাপত্তা হীনতায় ভুগছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com