এস এম জাকির হোসেন \ কালীগঞ্জ উপজেলার রতনপুরে ধানক্ষেতে ভেড়িবাধে ইদুর মারা ফাঁদে পড়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে আনার আলী গাজী (৬২) নামে এক কৃষকের করুন মৃত্যু হয়েছে। সে ইউনিয়নের গড়ুইমহল গ্রামের মৃত শহর আলী গাজীর পুত্র। ঘটনা সূত্রে জানাযায়, গতকাল ১৬ অক্টোবর রবিবার ভোরবেলা একই গ্রামের রওশন আলী গাজীর পুত্র গোলাম মোস্তফা গাজী ধান ক্ষেতে ইঁদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে ইঁদুর মারা ফাঁদ পেতে রাখে। উক্ত জমির পাশে মোঃ আনার আলী গাজী আনুর ধানের জমি থাকায় ঘটনার দিন ভোরে ফজরের নামাজ পড়ে গোলাম মোস্তফা গাজীর ভেড়িবাধের উপর দিয়ে তার ধান ক্ষেতে যাওয়ার সময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে মারা যায়। বেলা বাড়ার সাথে সাথে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির এক পর্যায়ে জমির ভেড়িতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে। এবিষয়ে রতনপুর ইউপি চেয়ারম্যান এম আলীম আল রাজি টোকন দৈনিক দৃষ্টিপাতকে জানায়, জমির ভেড়িতে কে বা কাহারা ইদুর মারার জন্য বিদ্যুতের তার দিয়ে রাখে। ভোরে আনার আলী গাজী তার জমিতে যাওয়ার সময় উক্ত বিদ্যুতের তারে জড়িয়ে সে মৃত্যুবরণ করে। পরবর্তীতে তার মৃত্যুদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। তার করুন মৃত্যুতে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।