মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৮:১৯ পূর্বাহ্ন

রাত পোহালেই উৎসবের জেলা পরিষদ নির্বাচন \ চেয়ারম্যান প্রার্থী দুই ঃ সাধারন ও সংরক্ষিত ছত্রিশ

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১৬ অক্টোবর, ২০২২

মাছুদুর জামান সুমন \ রাত পোহালেই (আগামীকাল) সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচন। চারিদিকে নির্বাচনী উৎসব, প্রতিদ্ব›িদ্বতা আর নির্বাচনী উত্তেজনা, নির্বাচন মানেই বিশ্বাস অবিশ্বাস, আশা, আস্থার তরঙ্গের পাশাপাশি টাকা পয়সার বিষয়টি প্রচার প্রচারনায়। সারাদেশের ন্যায় সাতক্ষীরার জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মনোনয়ন দলীয় ভাবে হচ্ছে। ক্ষমতাসীন আওয়ামীলীগ থেকে চেয়ারম্যান পদে লড়ছেন বর্তমান জেলা পরিষদ প্রশাসক এবং গত নির্বাচনে জয়ী জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম প্রতিক মোটর সাইকেল। জেলা পরিষদ চেয়ারম্যান পদে অপর প্রার্থী হলেন স্বতন্ত্র খলিলুল­াহ ঝড়–, প্রতিক চিংড়ী মাছ। দুই প্রার্থী জেলার এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ভোটারদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করে চলেছেন। আগামীকালই জানা যাবে শেষ হাসি হাসবেন কে? গত বারের তুলনায় এবারের ভোটের মেরুকরন বিভিন্ন কারনে যেমন ভিন্নতায় রুপ নিয়েছে অনুরুপভাবে ভোটাররাও নির্বাচিত জনপ্রতিনিধি, পৌরসভার মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলর, ইউনিয়ন পরিষদ মেম্বর, সংরক্ষিত মহিলা কাউন্সিলর ও মেম্বররা ভোটার। ১০৫৯ জন ভোটাররা নির্বাচন বিষয়ে যথেষ্ট অভিজ্ঞ এবং প্রান্তীক পর্যায়ের জনপ্রতিনিধি বিধায় তাদের হিসাব নিকাশ, ভোট প্রদান নানান কারনে ভিন্ন হতে ভিন্নতর এবং বহুবিধ মেরুকরনের সাথে সংশ্লিষ্ট থাকাটা স্বাভাবিক এমনটি বলাবলি করছেন বিশ্লেষকরা। সাতজন জেলা পরিষদ সাধারন সদস্য ও তিনজন সংরক্ষিত নারী সদস্য প্রার্থীদের প্রচার প্রচারনাও ছিল চোখে পড়ার মত। ইতিমধ্যে প্রার্থীরা ভোটারদের সমর্থন আদায়ে সর্বাত্মক চেষ্টা করেছেন। সাত সাধারন সদস্য ও তিন সংরক্ষিত নারী সদস্য পদে মোট ছত্রিশ জন প্রার্থীর মধ্যে দশ জন জয়ের হাসি হাসবেন। সাধারন সদস্য প্রার্থীরা হলেন এক নং ওয়ার্ডের ইন্দ্রজিত দাস, সফিকুল ইসলাম ও মীর জাকির হোসেন, দুই নং ওয়ার্ডের মতিয়ার রহমান গাজী, শেখ আশিকুর রহমান ও আমজাদ হোসেন, তিন নং ওয়ার্ডের মনিরুল ইসলাম, গোলাম মোস্তফা, আবুল আনিস খান চৌধুরী ও সৈয়দ আমিনুর রহমান, চার নং ওয়ার্ডের আল ফেরদৌস ও নজরুল ইসলাম, পাঁচ নং ওয়ার্ডের ফজলুল হক, মো: নুরুজ্জামান ও শেখ ফিরোজ কবির, ছয় নং ওয়ার্ডের আব্দুল হাকিম, মহিতুর রহমান, সামছুল আলম, হাবিবুর রহমান ও তোষিকে কাইফু, সাত নং ওয়ার্ডের মোর্ত্তজা কামাল, গোলাম মোস্তফা, ডালিম কুমার ঘরামী, মলি­ক ফজলুল হক, মাকছুর রহমান ও মোহাম্মদ নুরুল হক, সংরক্ষিত নারী সদস্য পদে এক নং ওয়ার্ডে সদস্য পদে রোকেয়া মসলেম উদ্দীন ও মাহফুজা সুলতানা, দুই নং ওয়ার্ডে তহমিনা ইসলাম, সোনিয়া পারভীন শাপলা, শাহনেওয়াজ পারভীন মিলি, নাজমুন্নাহার মুন্নি ও রাশিদা খাতুন। তিন নং ওয়ার্ডে রোজিনা পারভীন, শিল্পী রানী মহালদার, ফতেমা খাতুন রিক্তা ও রোকেয়া খাতুন। সাতক্ষীরা জেলা নির্বাচন অফিস সূত্র নিশ্চিত করেছে ১০৫৯ জন ভোটারের জন্য বারটি কেন্ত্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে নির্বাহী ম্যাজিষ্ট্রেট আইন শৃংখলা বাহিনীর সদস্যরা উপস্থিত থাকবেন। প্রতিটি কেন্দ্রে দুইটি করে বুথ থাকবে। ভোট গ্রহন করা হবে ইভিএমএ, সকাল নয়টা হতে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সাতক্ষীরা সদরে দুইটি কেন্দ্র, কলারোয়ায় দুইটি, কালিগঞ্জে দুইটি, আশাশুনীতে তিনটি, তালা, দেবহাটা ও শ্যামনগরে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে। নির্বাচন হোক উৎসবের, প্রার্থীদের মধ্যে সহবস্থান আর সহমর্মিতা, আন্তরিকতা, সাতক্ষীরার জনসাধারন শান্তিপূর্ণ নির্বাচনই প্রত্যাশা করেন সামগ্রীক পরিবেশ বলছে শান্তিপূর্ণই হতে চলেছে কাঙ্খিত জেলা পরিষদ নির্বাচন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com