মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ১০:১৪ পূর্বাহ্ন

‘রাশিয়ার ৪ হাজার সেনা নিহত হয়েছে’

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২

এফএনএস বিদেশ : মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ প্রধান উইলিয়াম বার্নস বলেছেন, ইউক্রেন আক্রমণের সময় দুই থেকে চার হাজার রুশ সেনা নিহত হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এর আগে গত রোববার ইউক্রেন দাবি করেছিল, সংঘাতে রাশিয়ার ১১ হাজারের বেশি সেনা নিহত হয়েছে। তবে নিরপেক্ষ কোনো সূত্র থেকে এর সত্যতা যাচাই করা যায়নি। তবে রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছিল, যুদ্ধে তাদের ৫০০ সেনা নিহত হয়েছে। বার্নস জানিয়েছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেনের সাথে ‘গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য আদান-প্রদান’ করেছে, যার মধ্যে রাশিয়ার বিশদ সামরিক পরিকল্পনা রয়েছে এবং প্রতিদিন এসব তথ্যের আদান-প্রদান হচ্ছে। প্রতিনিধি পরিষদের গোয়েন্দা কমিটির শুনানিতে তিনি বলেছেন, ‘আমি মনে করি পুতিন এখন ক্ষুব্ধ ও হতাশ। তিনি সম্ভবত দ্বিগুণ গতিতে হামলা চালাবেন এবং বেসামরিক হতাহতের কথা বিবেচনা না করে ইউক্রেনের সামরিক বাহিনীকে পিষে ফেলার চেষ্টা করবেন। সে কীভাবে শেষ খেলা খেলবে এবং এটি কোথায় নিয়ে যায় তার পূর্বাভাস দিতে আমি ব্যর্থ। আমার মনে হয়, আগামী কয়েক সপ্তাহ খুব খারাপ যাবে, হতাহতের সংখ্যা দ্বিগুণ হবে … বেসামরিক হতাহতের বিষয়ে সামান্য বিবেচনায় রাখা হবে।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com