মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেবহাটায় তারুণ্যের উৎসব উদ্বোধন সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুনামেন্টের আলো ছড়ানো উদ্বোধন \ প্রথম খেলায় হাসলো দেবহাটা বালিকা দল দেবহাটায় নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেত্রী নিশি গ্রেফতার ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত ডুমুরিয়ায় তারুণ্যের উৎসব’২৫ উদযাপিত সাতক্ষীরায় পুলিশ নারী কল্যাণ সমিতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন লস অ্যাঞ্জেলসে দাবানলে মৃত্যু ২৪ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ না ফেরার দেশে চলে গেলেন সাংবাদিক মিজানুর আশাশুনি পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২—০ গোলে জয় পেলো লিভারপুল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদকে ২—০ গোলে হারিয়েছে লিভারপুল। দুর্দান্ত জয়ে ইন্টার মিলানকে নামিয়ে ফের টেবিলের শীর্ষে উঠেছে অলরেডরা। গেল ১৫ বছরে রিয়ালের বিপক্ষে প্রথমবার জিতলো লিভারপুল। রিয়ালের বিপক্ষে ২০০৯ সালের পর গত ম্যাচের আগ পর্যন্ত একবারও জয় পায়নি লিভারপুল। খেলেছে ৮ ম্যাচ। যার ৭টিতেই হার। এর মধ্যে ২ বার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনালেও হেরেছিল লিভারপুল। গত বুধবার ঘরের মাঠ অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে গোল দুটি করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার ও কোডি গাকপো। মোহাম্মদ সালাহর পেনাল্টি মিস সচরাচর দেখা যায় না। গত বুধবার সেই বিরল দৃশ্যও দেখা গেছে। মিশরীয় তারকার পেনাল্টি মিস হলেও লিভারপুলকে জয় থেকে বিরত রাখতে পারেনি রিয়াল। সব ধরনের প্রতিযোগিতায় টানা ৫ ম্যাচে জিতলো লিভারপুল। অ্যানফিল্ডে শুধু সালাই পেনাল্টি মিস করেছেন, ব্যাপারটা মোটেও এমন নয়। স্পট—কিকে গোল মিস করেছেন রিয়াল তারকা কিলিয়ান এমবাপেও। চ্যাম্পিয়ন্স লিগের টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৫ ম্যাচে পূর্ণ ১৫। সমান ম্যাচ খেলে দ্বিতীয়স্থানে থাকা ইন্টার মিলানের পয়েন্ট ১৩। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের অবস্থা শোচনীয়। ৩৬ দলের প্রতিযোগিতার এই টুর্নামেন্টে লস ব্লাঙ্কসদের অবস্থান ২৪তম। ৫ ম্যাচে ইউরোপের চ্যাম্পিয়নদের পয়েন্ট মাত্র ৬। জয় ২টি, হার ৩টিতে। হাইভোল্টেজ ম্যাচে প্রথমার্ধে কোনো গোল হয়নি। অচলস্থা ভাঙে ৫২ মিনিটে। গোল করেন আর্জেন্টাইন মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। এতে ১—০ তে এগিয়ে যায় লিভারপুল। ৬১ মিনিটে সমতায় ফেরার সুযোগ পায় রিয়াল। ডি—বক্সের ভেতর লিভারপুলের অ্যান্ডি রবার্টসন ফাউল করেন রিয়ালের লুকাস ভাসকেজকে। পেনাল্টি শ্যুটে লিভারপুলের গোলবারের অতন্দ্রপ্রহরী কাওইমহিন কেলেহারকে ফাঁকি দিয়ে জাল খুঁজে বের করতে পারেননি এমবাপে। ফলে লিভারপুল এগিয়েই থাকে। ৬৯ মিনিটে ডি—বক্সের ভেতর সালাহকে ফাউল করে হলুদকার্ড দেখেন রিয়ালের ফারল্যান্ড মেন্দি। কিন্তু স্পট—কিক গোলবারের বাইরে দিয়ে মেরে দেন সালাহ। ৭৬ মিনিটে এক হেডে রিয়ালের ম্যাচে ফেরার পথ বন্ধ করে দেন লিভারপুলের কোডি গাকপো। অ্যান্ডি রবার্টসনের ক্রস থেকে রিয়ালের জাল খুঁজে নেন ডাচ ফরোয়ার্ড। কিছুই করার ছিল না রিয়ালের গোলরক্ষক থুবো কর্তোয়ার। ফলে রিয়ালকে ২—০ ব্যবধানে হারিয়ে ১৫ বছরের আক্ষেপ মেটায় লিভারপুল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com