এফএনএস স্পোর্টস: কাতালান জায়ান্ট বার্সেলোনায় পুনরায় স্থিতিশীলনা আনার জন্য লা লিগা মৌসুমের শিরোপা জয়টা প্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন কোচ জাভি হার্নান্দেজ। গ্রীষ্মে ট্রান্সফার মার্কেটে বিপুল পরিমান অর্থ ব্যয় করার পর এখন তিনি শিরোপা জয় নিয়ে চাপে রয়েছেন বলে স্বীকার করেছেন। গত তিন মৌসুমে বার্সেলোনা মাত্র একটি ট্রফি জয় করেছে- কোপা ডেল রে। ২০২১ সালে রোনাল্ড কোম্যানের অধীনে তারা এই শিরোপা জিতে। এর পরের দুই বছরই চ্যাম্পিয়ন্স লিগের গ্র“প পর্ব থেকে তারা বিদায় নেয়। ক্লাব এখনো করোনা পরবর্তী আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে লড়াই করে যাচ্ছে। ১৮ মাস আগে লিওনেল মেসির মত সুপারস্টারকে তারা আর্থিক দ্বৈন্যতার কারকে ছাড়তে বাধ্য হয়। যদিও জাভি আসার পর থেকে ক্লাবের সফলতার গ্রাফ বেশ উর্ধ্বমূখী রয়েছে। চলতি মৌসুমকে সামনে রেথে ট্রান্সফার মার্কেটে ১৫০ মিলিয়ন ইউরো ব্যয় করে আটজন নতুন খেলোয়াড় দলভ‚ক্ত করেছেন জাভি। এ মাসের শেষে বিশ^কাপ বিরতি শেষে লা লিগা পুনরায় শুরু হচ্ছে। বার্সা এই মুহূর্তে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের থেকে দুই পয়েন্ট এগিয়ে টেবিলের শীর্ষে রয়েছে। এ পর্যন্ত খেলা ১৪টি ম্যাচে ১২টিতেই জয়ী হয়েছে কাতালানরা, হেরেছে মাত্র একটিতে। বার্সা টিভিতে জাভি বলেছেন, ‘লা লিগা সবসময়ই আমাদের সর্বোচ্চ লক্ষ্য। জানুয়ারিতে আমাদের স্প্যানিশ সুপারকোপা, কোপা আমেরিকা ও ইউরোপা লিগে খেলতে হবে। কিন্তু সবকিছুর পরও লিগেই আমরা বেশী মনোনিবেশ করতে চাইছি। আমরা যদি লিগ শিরোপা জিতি তবে মৌসুমটা ভাল কাটবে। আর যদি শুধুমাত্র সুপারকোপা জয় করি তবে কিছু না কিছু কমতি থেকেই যাবে। আমরা কার্যত সব শিরোপাই জিততে চাই। তবে লা লিগার শিরোপা ক্লাবের পরিকল্ডনা স্থিতিশীলতা নিয়ে আসবে।’ চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ে পর বার্সা পুরোপুরি ভাবে লিগের উপর মনোযোগী হয়। কিন্তু জাভি বলেছেন ইউরোপা লিগকেও তারা গুরুত্ব দিতে চায়। প্লে-অফ রাউন্ডে তাদের প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাইটেড। জাভি বলেন, ‘চ্যাম্পিয়ন্স লিগের সুর শুনতে না পারাটা আমার জন্য হতাশার। কিন্তু ইউরোপা লিগের শিরোপাও কম গুরুত্বপূর্ণ নয়। বার্সেলোনা এখনো এই একটি শিরোপা জিততে পারেনি। আমি লা লিগা-ইউরোপা লিগ উভয় শিরোপাই জিততে চাই। গ্রীষ্মে ক্লাব ট্রান্সফার মার্কেটে প্রচুর অর্থ ব্যয় করেছে। আমরা মাঠে তার প্রমান রাখতে চাই। আমার উপর চাপ আছে এবং আমি সেটা মেনে নিয়েছি। আমি জানি মৌসুমে একটি শিরোপা জেতা এই মুহূর্তে ক্লাবের জন্য কতটা জরুরী।’ বিশে^র অন্যতম সেরা স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি ও অধিনায়ক সার্জিক বাসকুয়েটস বার্সেলোনার সাফল্যের মূল চাবিকাঠি। তবে দলের তরুণদের উপরও নির্ভরশীলতা বাড়াতে চান জাভি। পেড্রি ও গাভির বয়স যথাক্রমে ২০ ও ১৮। জাভির অধীনে তারা নিয়মিত মূল দলে খেলছে। জাভি জানিয়েছেন এই দুজন তার এবং আন্দ্রেস ইনিয়েস্তার থেকে ভাল মানের খেলোয়াড়। জাভি বলেন, ‘আমি ও ইনিয়েস্তার যখন ২০ বছরে ছিলাম তখন আমরা পেড্রি ও গাভির সমমানের খেলোয়াড় ছিলাম না। এই বয়সেও তারা মূল একাদশে অন্য অনেকের থেকে ভাল খেলে চলেছে। দলে আরো রয়েছেন এরিক গার্সিয়া ও আনুস ফাতি। কিন্তু সবাইকে ছাপিয়ে গাভি নিজেকে অন্য এক উচ্চতায় নিয়ে গেছে।’ আগামী ৩১ ডিসেম্বর ক্যাম্প ন্যুতে এস্পানিয়লের বিরুদ্ধে ম্যাচ দিয়ে মাঠে ফিরছে বার্সেলোনা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রোনাল্ডো আরাউজো, সার্জি রবার্তো ও ফ্রাংক কেসি।