শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ডুমুরিয়ায় প্রেমিকের মৃত্যুতে প্রেমিকার ২ মামা গ্রেফতার পারুলিয়ায় ওলামা পরিষদের মানববন্ধন সাদপন্থীদের বিচার ও বয়কটের ঘোষণা দেবহাটার ঘেরের ভেড়িতে তরমুজ চাষে আলোর ঝিলিক সফলতার হাসি হাসছে চাষী গোলাম রব্বানী দেবহাটার ইউনিয়ন জামায়াত আমীররা শপথ গ্রহণ করলেন মধ্যরাতে সচিবালয়ে ভয়াবহ আগুন আমনের ভরা মৌসুমে হঠাৎ বাড়ছে চালের দাম সিসা দূষণে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে দেশের শিশুরা সরকারকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে জড়িতদের ছাড় দেওয়া হবে না: আসিফ মাহমুদ ট্রাক—অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ একই পরিবারের ৪ জনের মৃত্যু শর্টসার্কিটে নয়, সচিবালয়ের আগুন পরিকল্পিত: নৌবাহিনীর কর্মকর্তা

লিগ্যাল এইড সেবা কল্যাণকর রাষ্ট্রের ভিত্তি -শেখ মফিজুর রহমান সিনিয়র জেলা ও দায়রা জজ সাতক্ষীরা

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২ ফেব্রুয়ারী, ২০২২

এড. তপন কুমার দাস \ বিশিষ্ট কবি সাতক্ষীরার সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইডের চেয়ারম্যান শেখ মফিজুর রহমান বলেন, লিগ্যাল এইড সেবা কল্যাণকর রাষ্ট্রের ভিত্তি। তিনি আরো বলেন, বাংলাদেশ সংবিধানে আছে সামাজিক সুবিচার করতে হবে। অনগ্রসর গরীব, অসহায়, হতদরিদ্র আর্থিক অসচ্ছল ব্যক্তিদেরকে আরো বেশি শক্তিশালী করা দরকার। কল্যাণকর কাজ কে সহযোগিতা করতে হবে, গরীব, অসহায়, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়াতে হবে। লিগ্যাল এইডের সেবা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়াই লিগ্যাল এইডের মূল উদ্দেশ্য। বাংলাদেশ কল্যাণকর রাষ্ট্রে পরিণত হলে তবেই আমাদের চেষ্টা সার্থক হবে। মানুষ হিসেবে, জাতি হিসেবে, দেশ হিসেবে অনন্য উচ্চতায় পৌঁছে যাবে। তিনি আরো বলেন, সমস্যাকে চিহ্নিত করতে হবে, সমস্যাকে চিহ্নিত করতে পারলেই তবে তার সমাধান করা সম্ভব। তিনি মঙ্গলবার অপরাহ্ণে জেলা জজ আদালত ভবনের সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির নিয়মিত মাসিক সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত জেলা লিগ্যাল এইড অফিসার ইয়াসমিন নাহারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীর, অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান আসাদ, সিভিল সার্জনের প্রতিনিধি ডাঃ মোঃ মাহাবুর রহমান, পিপি এড. আব্দুল লতিফ, জিপি এড. শম্ভুনাথ সিংহ। এর আগে উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন জেলখানার প্রতিনিধি জেলার মোঃ মামুনুর রশিদ, এড. আসাদুজ্জামান দিলু, প্রগতি নির্বাহী প্রধান অধ্যক্ষ আশেক-ই-এলাহী, এনজিও সহায়ক প্রতিনিধি স্বদেশ আজাহারুল ইসলাম, জেলা তথ্য অফিসার সাকিবুর রহমান সাকিব, উত্তরণের এড. মনিরুদ্দিন মনির।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com