বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

শহরের মধুমোল−ারডাঙ্গী এক রাতে ১৩ স্থানে আগুন \ আতঙ্কে এলাকাবাসী

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২

স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় এক রাতে ঘরবাড়ি সহ তেরটা স্পটে আগুন ধরিয়ে দিয়েছে দুবৃত্তরা। এঘটনায় সন্দেহ বাজ এক যুবককে আটক করছে সদর থানা পুলিশ। আটক যুবক শহরের বাস টার্মিনাল এলাকায় মৃত লিয়াকাত আলীর পুত্র উল­াস। ভুক্তভোগী সামছুর রহমান জানান, গতরাত আড়াইটায় স্ত্রী সেহেরী করতে উঠেন এ সময় ঘরে দক্ষিন সাইডে আগুন জ্বলতে দেখে ডাক চিৎকার দিতে দিতে উত্তর সাইডে দাও দাও করে আগুন জ্বলতে দেখে পরে তিনি সহ স্থানীয়রা ছুটে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে রাত সাড়ে তিনটায় সাতক্ষীরা সরকারী কলেজের শিক্ষক গোলাম মোস্তফার বাসায় অনুরুপ ভাবে আগুন জ্বলতে থাকে। বাসার ভাড়াটিয়া মহতাব সহ পরিবারের সদস্যরা আগুন নিয়ন্ত্রনে আনে। কিছুক্ষন ইহাছাড়া মুন্নি মেডাম, জামাত আলী, সাইদ, নাজের আলী, আছেরুল বাড়িতে রান্নাঘর ও শোয়ার ঘরে পৃথক সময়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। এখানে শেষ নয়, বীর মুক্তিযোদ্ধা আনায়ারুল ইসলামের নেট জ্বালের বেড়াই সহ কয়েকটি বেড়ায় আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। রাতে ১৩টি স্থলে আগুন জ্বললেও কোন ব্যক্তির প্রাণহানি ঘটেনি। হঠাৎ মধুমাল­ার ডাঙ্গী একদিনে তের স্থানে আগুন দেওয়ার ঘটনায় চরম উদ্বেগ, উৎকণ্টা বিরাজ করছে। ঐ এলাকার বসবাসকারীরা আগুন আতঙ্কে দিন যাপন করছে। এলাকার মোড়ে মোড়ে আগুনের ঘটনা নিয়ে সরগরম আলোচনা চলছে। সকলেই একে অপরের সাথে কথাকথোপন করছে একই রাতে তের জায়গায় কিভাবে আগুন লাগানো সম্ভব। এই নিয়ে চলছে জ্বলপনা কল্পনা। এ বিষয়ে স্থানীয় কাউন্সিলর শেখ শফিকউদ্দৌলা সাগর দৃষ্টিপাতকে জানান তিনি আগুন লাগার খবর পেয়ে তিনি সকালে ঘটনাস্থলে যান। এসময় স্থানীয় একটি বাসার সিসি টিভির ফুটেজ একজনকে সনাক্ত করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে। সদর থানার ওসি মোহাম্মদ গোলাম কবির দৃষ্টিপাতকে জানান ঐ এলাকার আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে সিসি ফুটেজে স্থানীয় উল­াস নামে যুবককে রাতে দিক বিদিক যেতে দেখা যায়। এঘটনায় তাকে আটক করলে সে ভিন্ন ভিন্ন বক্তব্য প্রদান করেন। তার মাথার সমস্যা রয়েছে। তবে অভিযোগ পেলেই আইন গত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com