শিবপুর প্রতিনিধি ঃ সাতক্ষীরা সদর উপজেলার শিবপুর ইউনিয়ন পরিষদের হল রুমে অগ্রগতি সংস্থার পিস প্রকল্পের আওতায় পিস ক্লাব সদস্য সক্রিয়ভাবে স্বেচ্ছাসেবা মূলক কাজ করার ও একটি সুশীল সমাজ প্রতিষ্ঠার লক্ষে গতকাল সকাল সাড়ে ১০টায় সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়নের চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও বক্তব্য রাখেন ফিল্ড অফিসার শেখ ফারহানা আহমেদ ও পিস ক্লাবের সদস্যবৃন্দ। সভাপতি শুভ সুচনা করেন এবং পিস ক্লাবের যুবদের এলাকার সক্রিয় হয়ে কাজ করার জন্য আহবান জানান। তিনি আরো বলেন সকল প্রকার সমাজসেবা মূলক কাযক্রমে পিস ক্লাবের সদস্যদের পাশে থেকে সঠিক সহযোগিতা করবেন। এলাকায় কোন প্রকার উগ্রবাদী কাযক্রম যাতে সংঘটিত না হয় সে বিষয়ে তিনি যুবদের পাশে থেকে কাজ করার প্রতিশ্র“তিদেন ।