শিবপুর প্রতিনিধিঃ সাতক্ষীরা সদর উপজেলার শিয়ালডাঙ্গা গ্রামের গ্রাম প্রতিরক্ষা বাহীনির সাবেক ইউনিয়ন কমান্ডার আব্দুলাহ আল বাকী আর নেই। তিনি গত বৃহস্পতিবার রাত ১২টা ১০ মিনিটে হৃদযন্ত্রক্রীয়া বন্ধ হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিলাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি ১ কন্যা, ২ পুত্র ও স্ত্রীসহ বহুগুনগ্রাহী রেখে যান। মরহুমের জানাযার নামাজ শিয়ালডাঙ্গা ফুটবল মাঠে জুমআ নামাজের পরে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে জানাযা নামাজ শেষে পারিবারিক গ্রস্থানে দাফন করা হয়। জানাযার নামাজে বিশিষ্ট ব্যক্তিদের মাঝে উপস্থিত ছিলেন শিবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মুজিত বিশ^াস ও বর্তমান চেয়ারম্যান এস এম আবুল কালাম আজাদ, মাওলানা শাহাদাৎ হুসাইন, আওয়ামী লীগ নেতা শওকত আলী, মাওলানা আরিফ বিলাহ, প্রমুখ। মরহুমের জানাযা নামাজ পড়ান মাও. আব্দুর রহমান।