স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরায় শেখ মাহফুজুল রহমান নামে তৃতীয় শ্রেণীর ১ ছাত্র হারিয়ে গিয়েছে। সে পাটকেলঘাটা অভয়তলা বাহাদুরপুর গ্রামের দিনমজুর শেখ মিজানুর রহমানের পুত্র। তার মা লাকী আক্তার জানান গত ১২ ফেব্র“য়ারী বেলা ১১টায় শিশু মাহফুজুল বাড়ি থেকে বাহির হয়ে আর বাড়িতে ফিরে আসেনি। আত্মীয় স্বজনের বাড়িতে খোজ খবর নিলেও তার সন্ধ্যান পাওয়া যায়নি। তার কোন সন্ধান পেলে ০১৯৯-৮৯৪৬৫২ নাম্বারে যোগাযোগ করার জন্য তার মা অনুরোধ করেছেন। এ বিষয়ে গত ১৮ ফেব্র“য়ারী সদর থানায় একটি জিডি করা হয়েছে। যার নং ১১৬৭।