মঙ্গলবার, ২৩ জুলাই ২০২৪, ০৭:১৬ পূর্বাহ্ন

শেখ হাসিনার গাড়ি বহর হামলা-মামলা \ অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় সাক্ষ্য গ্রহন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

এড. তপন কুমার দাস \ ২০০২ সালের ৩০ আগষ্ট সাতক্ষীরায় কলারোয়ায় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ি বহরে হামলার ঘটনায় অস্ত্র ও বিষ্ফোরক দ্রব্য আইনের দু’টি মামলার সাক্ষ্য দিয়েছেন জেলা আ’লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এড. মোঃ আজাহারুল ইসলাম। ট্রাইব্যুনাল আগামী ১৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের জন্য পরবর্তী দিন ধার্য্য করেন। রোববার সাতক্ষীরার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ও স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর বিচারক বিশ্বনাথ মন্ডলের আদালতে সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়। আদালতের কাঠগড়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৩৯ জন আসামী উপস্থিত ছিলেন। রাষ্ট্রপক্ষের পিপি এড. মোঃ আব্দুল লতিফ বলেন, এপর্যন্ত মোট ১১ জন স্বাক্ষী আদালতে স্বাক্ষ্য দিয়েছেন। উলে­খ্য, ২০০২ সালের ৩০ আগষ্ট সকাল ১০টায় তৎকালিন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এক মুক্তিযোদ্ধার ধর্ষিতা স্ত্রীকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে আসেন। সেখান থেকে যশোরে ফিরে যাওয়ার পথে বিএনপি’র নেতা-কর্মীরা মারাত্মক আগ্নেয়াস্ত্র, বোমা সহ কলারোয়ায় বিএনপি দলীয় অফিসের সামনে একটি যাত্রীবাহী বাস রাস্তার উপরে আড় করে দিয়ে তাঁর গাড়ি বহরে হামলা চালায়। হামলায় আ’লীগের দশ- বারো জন নেতা-কর্মী আহত হন। উক্ত ঘটনায় দায়ের করা মামলায় ২০২১ সালের ৪ ফেব্র“য়ারি তালা-কলারোয়ার বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মোঃ হাবিবুল ইসলাম হাবিবসহ ৫০ জন আসামীকে চার থেকে দশ বছর পর্যন্ত বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন সাতক্ষীরার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ হুমায়ুন কবীরের আদালত। স্পেশাল ট্রাইব্যুনাল ৩ আদালত গত ১৪ জুন অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের অপর দুটি মামলায় আসামীদের বিরুদ্ধে চার্জ গঠন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com