বৃহস্পতিবার, ২৫ জুলাই ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

শোভনালীতে নিয়ন্ত্রন হারিয়ে বসত ঘরের উপরে বালু ভর্তি ট্রাক

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ৩১ জুলাই, ২০২৩

শোভনালী প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শোভনালীতে নিয়ন্ত্রন হারিয়ে কাঁচা বসত ঘরের উপরে উঠে পড়লো বালু ভর্তি ট্রাক। এঘটনায় বসত ঘর ভেঙে পড়াসহ ঘরের ভিতরে অবস্থান করা স্বামী-স্ত্রী গুরুতর আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার শোভনালী ইউনিয়নের কালিবাড়ী দিঘীর পাড় টু বাশিরাম পুর সড়কের বালিয়াপুর গ্রামে। প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্ত ঘর মালিক সূত্রে জানা গেছে, কালিবাড়ী (চাম্পাফুল) বাজারের দিক থেকে আসা বালু ভর্তি ট্রাক (যশোর শ- ১১০০৭৪) ঘটনাস্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মটর ভ্যানকে অতিক্রম করতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পার্শ্ববর্তী সোহিল উদ্দীন সর্দারের পুত্র আসাদুল হক এর কাঁচা ঘরের উপরে গিয়ে পড়ে। এসময় আসাদুল (২৫) এবং তার স্ত্রী সুমাইয়া মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। কাঁচা ঘরের উপরে উঠে যাওয়ায় বসত ঘর ভেঙে দুমড়ে মুচড়ে যায়। এ রিপোর্ট লেখা অবধি ট্র্যাক ড্রাইভার কালিগঞ্জ সদরের রাসেল ও তার হেলপার ওসমান ঘটনাস্থানেই অবস্থান করছিল বলে জানিয়েছে এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com