শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৯:২৩ পূর্বাহ্ন

শোভনালীতে মৎস্য ঘেরের মাটি-পানির গুনাগুণ পরীক্ষা ও পরামর্শ প্রদান

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শনিবার, ২৯ জুলাই, ২০২৩

আশাশুনি প্রতিনিধি \ আশাশুনিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মৎস্য ঘেরের পানি-মাটির গুনাগুণ পরীক্ষা ও চাষীদের পরামর্শ প্রদানসহ প্রমাণ্য চিত্র প্রদর্শন করা হয়েছে। শুক্রবার উপজেলার শোভনালী ও আশাশুনি সদর ইউনিয়নে উপজেলা প্রশসন ও মৎস্য দপ্তর এ কার্যক্রম পরিচালনা করেন। জাতীয় মৎস্য সপ্তাহ সফল করতে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন কমিটির আয়োজনে শোভনালী ইউনিয়নের খলিসানী বিলের একাধিকসহ সদর ইউনিয়নের বেশ কিছু মৎস্য ঘেরের মাটি ও পানি পরীক্ষা শেষে চাষীদের পরামর্শ প্রদান করা হয়। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সত্যজিৎ মজুমদারের নেতৃত্বে পৃথক পৃথক কর্মসূচিতে মেরিন ফিসারিজ অফিসার রতœা সাহাসহ মৎস্য দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মৎস্য সেক্টরে সরকারের অগ্রগতি ও সাফলতা নিয়ে নির্মীত প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। উপকারভোগিসহ বিভিন্ন স্তরের মানুষ প্রদর্শনী উপভোগ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com