বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২২ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। “স্বাস্থ্য ব্যবস্থাপনায় শক্তিশালী নার্স নেতৃত্বে বিকল্প নেই বিশ্ব স্বাস্থ্য সেবা করতে নার্সিং খাতে বিনিয়োগ বাড়ানো এবং নার্সদের অধিকার সংরক্ষণ করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং কর্মকর্তাবৃন্দের আয়োজনে নার্স, ডাক্তার ও কর্মকর্তাদের সমন্বয়ে একটি র্যালি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্স সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। উক্ত আলোচনা সভায় নার্সিং সুপারভাইজার লতিফ হাসিনা’র সভাপতিত্বে আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ জিয়াউর রহমান। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য মেডিকেল অফিসার ডাঃ বিপ্লব কুমার দে সহ স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন নার্সিং কর্মকর্তা মোমেনা নাহার লাকি ও শাহেদ রাজিব হোসেন রাজ।