বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ০৯:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
লক্ষ টাকার ৮ দলীয় নলতা শরীফ কাপ ফুটবল টুর্নামেন্ট ১ম রাউন্ডের ২য় খেলায় হাজিরপুর জয়ী আশাশুনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ২ বুধহাটায় বেওয়ারিশ অসহায় বৃদ্ধর মৃত্যু তালার প্রকৌশলী ও ঠিকাদার বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ! সাতক্ষীরায় জামায়াতের বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন গণমাধ্যমকর্মীদের সাথে খুলনার বিভাগীয় কমিশনারের মতবিনিময় বুধহাটা এবিসি কেজি স্কুলে বার্ষিক ফল প্রকাশ প্রতাপনগরে অগ্নিকাণ্ডে ৩টি ঘর ভস্মীভূত \ শতাধিক হাঁস মুরগীর মৃত্যু নূরনগরে অবৈধ বালি উত্তোলনের চেষ্টা, প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ আশাশুনির বড়দলে বিনা চাষে সরিষা আবাদে সাফল্য

শ্যামনগরে উপজেলা পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ এপ্রিল, ২০২২

এস এম জাকির হোসেন ও এম. আসাদ শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় উপজেলা পরিষদের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ রমজান বুধবার সন্ধ্যা ৬টায় উপজেলা পরিষদের আয়োজনে অফিসার্স ক্লাব চত্বরে বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, বাংলাদেশ সরকারের প্রশাসনিক বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, উপজেলা আওয়ামীলীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যান বৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত ইফতার মাহফিলে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আ’লীগের সভাপতি এস এম জগলুল হায়দার। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন, ১৭ বিজিপি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসান হাফিজুল হক, আরজিবি অধিনায়ক সৈয়দ আব্দুর রউফ, অতিরিক্ত পুলিশ সুপার কালিগঞ্জ সার্কেল মোঃ আমিনুর রহমান, শ্যামনগর সরকারি মহসীন কলেজ এর অধ্যক্ষ ড. আব্দুর রহমান, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহিদুল­াহ, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, পুলিশ পরিদর্শক তদন্ত হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার দেবী রঞ্জন মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডঃ আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক এম কামরুজ্জামান, উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব মাষ্টার আব্দুল অহেদ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলায়মান কবীর, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর সহ অতিথি বৃন্দ। অনুষ্ঠানে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম মুফতি আলহাজ্ব আব্দুল খালেক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com