বিশেষ প্রতিনিধি \ সাতক্ষীরা’র শ্যামনগর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনায় পৃথক অভিযানে গাজী ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা ও একটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে পৃথক ভাবে শ্যামনগর উপজেলার মেসার্স হাজী ব্রিকস ও গাজী ব্রিকস এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে নিয়ম ভঙ্গ করে ইটভাটায় অবৈধভাবে কাঠ ও টায়ারের কালি পোড়ানোর অভিযোগে গাজী ব্রিকস এর মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল রিফাত। এসময় আরও উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম সহ পুলিশ ও আনসার সদস্যরা। ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিব ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল রিফাত জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মেসার্স হাজী ব্রিকস ও গাজী ব্রিকস নামক ইটভাটায় অভিযান চালানো হয়। ইটভাটা বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৭ ধারা লঙ্ঘন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে গাজী ব্রিকসকে ৪০ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় হয়। এসময় নীতিমালা লঙ্ঘন করে ভাটা পরিচালনার অভিযোগে আরও একটি ইট ভাটা মেসার্স হাজী ব্রিকস বন্ধ করে দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার সহকারী পরিচালক সরদার শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ সুরক্ষা/বায়ুদূষণ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে। জেলাব্যাপি এ ধরনের অভিযান পরিবেশ রক্ষায় কার্যকর ভূমিকা রাখছে বলে মন্তব্য করেন তিনি।