বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প/অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। “মুজিববর্ষের সফলতা দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল বুধবার বিকাল ৫টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর বাস্তবায়নে দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে একটি র্যালি ও উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ায় উপস্থিত ছিলেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, সদস্য সচিব উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা সিপিপি টিম লিডার জেলা পরিষদ সদস্য শেখ মাকসুদুর রহমান মুকুল সহ উপজেলা বিভিন্ন দপ্তর প্রধানগণ ও সিপিপির সদস্যবৃন্দ। দুর্যোগ প্রস্তুতি মহড়ায় কালীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার আব্দুল হান্নানের নেতৃত্বে জুলফিকার নাঈম, ফায়ার ফাইটার তুহিনুর রহমান, দেবু বিশ্বাস, রবিউল ইসলাম ভূমিকম্প ও অগ্নি কান্ডের সময় করণীয় বিষয়ক মহড়া প্রদর্শন করেন।