বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, র্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২৩ জুলাই রবিবার বিকাল ৫ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তর প্রধানগণ, সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান এর সঞ্চালনায় জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে একটি র্যালি, আলোচনা সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য এস এম জগলুল হায়দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম আতাউল হক দোলন, ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ-উজ-জামান সাঈদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুল ইসলাম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রমূখ।