শনিবার, ২৭ জুলাই ২০২৪, ০৫:৩৫ পূর্বাহ্ন

শ্যামনগরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪

আবু ইদ্রিস, শ্যামনগর থেকে ॥ ”স্মার্ট শিক্ষায় স্মার্ট দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শ্যামনগরে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা, পুরষ্কার বিতরণ ২০২৪ ও সাংস্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে হায়বাতপুর মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতায় নাচ, গান, কবিতা আবৃতি, বিয়ষ ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা সহ মনোঙ্গ সাংষ্কৃতি অনুষ্ঠান অনুষ্ঠিত ও বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য এস এম আতাউল হক দোলন। এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষকরা জাতি গঠনের মহৎ কারিগর। সেজন্য শিক্ষা সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও দপ্তর এবং শিক্ষকদের লোভ লালসার উর্দ্ধে থেকে সৎ-নিষ্ঠার সাথে কাজ করা উচিৎ। আগামী প্রজন্ম চিন্তা-চেতনা ও আদর্শ শিক্ষাগনের থেকে পেয়ে থাকে। কোমলমতি শিক্ষার্থীরা যে আদর্শ গ্রহন করবে তা তাদের ভবিষৎ কর্মক্ষেত্রে প্রতিফলন ঘটাবে। যা সমাজ ও একটি রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ এজন্য শিক্ষকরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সম্পদ। এ সময় দূর্নীতিমুক্ত উপজেলা শিক্ষা ব্যবস্থ্যা গড়তে সংশ্লিষ্ঠ সকলের সাথে থাকার দৃর্ঢ় আশ্বাস প্রদান করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রভাষক সাঈদ উজ্জামান সাঈদ, মহিলা ভাইচ চেয়ারম্যান খালেদা আইয়ুব ডলি, চেয়ারম্যান অধ্যক্ষ জাফরুল আলম বাবু, উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার মোঃ এনামুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, প্রধান শিক্ষক মিজানুর রহমান লাভলু সহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ এবং আওয়ামী লিগের অঙ্গ সংগঠনের উর্দ্ধতন নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com