শনিবার, ২০ জুলাই ২০২৪, ০৩:৫৪ অপরাহ্ন

শ্যামনগরে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৩১ জুলাই সোমবার বেলা সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও সুশীল সমাজের নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে সকাল ৯ টা ৪০ মিনিটে মাল্যদান, ১০টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া, দোয়া শেষে এতিম দুস্থ ও অসহায়দের মাঝে উন্নত মানের খাবার সরবরাহ, বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে বঙ্গবন্ধুর সহ নিহত সকল শহীদদের মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন সহ কুরআন খতম, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতা সহ বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com