বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১ টায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণ প্রকল্পের সেমিনার/কনফারেন্স অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে উপজেলার ২নং নাগবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, চালিতাঘাটা সিদ্দিকিয়া বালিকা বিদ্যালয়, ৫৬ নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩ নং খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের উপস্থিতিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এর সহকারী প্রোগ্রামার শাহ এমরান এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার রমিজ মিয়া, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান প্রমূখ। সেমিনারে সকল শিক্ষকদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পুস্তক প্রদান করা হয়।