বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলার পলী মাতৃকেন্দ্র (জগঈ) কার্যক্রমের সম্পাদিকা, সদস্যদের সক্ষমতা ও দক্ষতা বিষয়ে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালায় উদ্বোধন করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১১ টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অফিসাস ক্লাব হলরুমে ২ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। উক্ত কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান আরিফ, মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক প্রমূখ। প্রশিক্ষণে নারীদের সক্ষমতা, দক্ষতা, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং সহ সার্বিক বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।