বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় ১৫ আগস্ট ২০২২ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস পলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ আগস্ট বৃহস্পতিবার বেলা ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের কর্মকর্তা, বিভিন্ন দপ্তর প্রধানগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধাণদের উপস্থিতিতে প্রস্তুতিমূলক সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজা-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা প প কর্মকর্তা ডাঃ মোঃ জিয়াউর রহমান, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, প্রধান শিক্ষক কৃষ্ণনন্দন মুখার্জি, মোঃ শাহজাহান আলী প্রমুখ। উক্ত সভায় ১৫ আগস্ট সূর্য উদয় ক্ষণে জাতীয় পতাকা অর্ধনমিত ভাবে উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বাদ জোহর উপজেলার সকল মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল এবং সুবিধামতো সময়ে মন্দির, প্যাগোডা, গির্জা, উপসনালয়ে বিশেষ প্রার্থনা সভার আয়োজন, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, শোক র্যালি, আলোকচিত্র প্রদর্শনী সহ স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন কর্মসূচি পালন করার সিদ্বান্ত গৃহীত হয়।