বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিভিন্ন জরুরী পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও সুশীল সমাজে নেতৃবৃন্দ এবং সুফলভোগীদের উপস্থিতিতে ২০২১-২২ অর্থ বছরে উপজেলা পরিষদের রাজস্ব তহবিলের অর্থায়নে অপ্রত্যাশিত খাত হতে জরুরী মেরামত ও পুনবার্সন, ঘূর্ণিঝড়, বন্যা, প্রাকৃতক দূর্যোগ, অগ্নিকান্ড ইত্যাদি জরুরী পরিস্থিতি মোকাবেলায় ৬৬ জন ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের মাঝে ৫,০০,০০০/= টাকার আর্থিক সহায়তা প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে আর্থিক সহায়তার চেক প্রদান করেন ও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ-উজ-জামান সাইদ, মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আরিফ-উজ-জামান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ কামরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর মোহাম্মদ তেজারত, উপজেলা প্রকৌশলী সায়েদ বিন সোহাগ, বীর মুক্তিযোদ্ধা দেবী রঞ্জন মন্ডল প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম।