বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় বিশ্ব পানি দিবস-২০২২ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড শ্যামনগরের বাস্তবায়নে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিশ্ব পানি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানি উন্নয়ন বোর্ডের এসডিই জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মোঃ সাইদ উজ্জামান সাইদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ শহীদুলাহ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, থানা অফিসার ইনচার্জ কাজী ওয়াহিদ মুর্শেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রবিউল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের এসও মাসুদ রানা, সাজ্জাদুল হক, শাহনাজ পারভীন, প্রধান শিক্ষক ড. আব্দুল মান্নান, প্রধান শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি প্রমূখ। সভায় বক্তারা, জলবায়ু পরিবর্তনের ফলে খাবার পানির উৎস তৈরি করতে গভীর নলকূপ স্থাপন, পুকুর খনন, রেইন ওয়াটার হারভেস্ট স্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন।