সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শ্যামনগরে মসজিদ ও মন্দিরে প্রধানমন্ত্রী’র আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা চেয়ারম্যান দোলন

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় সোমবার, ২৪ জুলাই, ২০২৩

বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় মসজিদ ও মন্দিরে প্রধানমন্ত্রী’র উপহার হিসেবে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল ২৩ জুলাই রবিবার বেলা সাড়ে ১১ টায় মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে উপজেলা পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের টিআর তৃতীয় পর্যায়ের বরাদ্দ হতে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর সহযোগিতায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কার্যালয়ে উপজেলা পরিষদের কর্মকর্তা, সংশ্লিষ্ট মসজিদ ও মন্দিরের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গের উপস্থিতিতে রমজাননগর চৌকিদার পাড়া জামে মসজিদে ১,০০,০০০/= টাকা, দক্ষিণ-পশ্চিম আটুলিয়া বাইতুননূর জামে মসজিদে ৫০,০০০/= টাকা ও দক্ষিণ বড়কুপট দয়াল চাঁদ সেবাশ্রম মন্দিরে ৫০,০০০/= টাকা উন্নয়ন কল্পে উক্ত কমিটির নেতৃবৃন্দের নিকট মোট ২,০০,০০০/= টাকার চেক প্রধান অতিথি হিসেবে প্রদান করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস.এম.আতাউল হক দোলন। এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত প্রচেষ্টায় বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। উন্নয়নের ছোয়া পেয়েছে প্রত্যন্ত অঞ্চলেও। এরই ধারাবাহিকতায় আপনাদের মসজিদ ও মন্দিরে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী করার জন্য আপনার মূল্যবান ভোট নৌকা প্রতীকে প্রদান করবেন। আপনারা সকলেই মাননীয় প্রধানমন্ত্রী সহ তার পরিবারের সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করবেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ সাঈদ-উজ-জামান সাঈদ, মহিলা ভাইসা চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি,
উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক জি এম সালাউদ্দিন আহমেদ, নূরনগর আ’লীগের সভাপতি জিএম হাবিবুর রহমান হবি, আটুলিয়া আ’লীগের সাধারণ সম্পাদক সাধু রঞ্জন মন্ডল, রমজাননগর ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শেখ জাহাঙ্গীর আলম, পিআইও অফিসের কর্মকর্তা রুহুল আমিন খোকা, মোঃ আবু সাঈদ, মোঃ খলিলুর রহমান, মোঃ রফিকুল ইসলাম, শচীন্দ্রনাথ মন্ডল, কমলাকান্ত মন্ডল সহ মসজিদ ও মন্দিরের দ্বায়িত্বপ্রাপ্ত ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com