শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে গেছে হাসিনার স্বৈরতন্ত্র: কূটনীতিকদের ইউনূস ভারতে নারী চিকিৎসককে ধর্ষণ-হত্যার প্রতিবাদে শাটডাউন কর্মসূচির ঘোষণা চিকিৎসকদের নলতা আহসানিয়া মিশন রেসিডেনসিয়াল কলেজের অধ্যক্ষের দুর্নীতি ॥ উত্তাল নলতা ॥ শিক্ষক কর্মচারীরা মতবিনিময় করলেন ডাঃ শহিদুল আলম ও চেয়ারম্যান আজিজুর রহমানের সাথে মহামারীর দ্বারপ্রান্তে গাজা আলোচনায় থাইল্যান্ড ॥ বন্দী থাকসিন মুক্ত হরিনগর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানদের মাঝে নগদ অর্থ প্রদান পাইকগাছায় একটি বাঁশের সাঁকো পারাপারে এলাকাবাসীর চরম ভোগান্তি মাথাভারি হচ্ছে প্রশাসনের ॥ বাড়ছে সরকারের দু:চিন্তা ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ এর পদত্যাগ দাবীতে-মানববন্ধন চাম্পাফুল ইউনিয়ন বিএনপির আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

শ্যামনগরে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে গাজী নজরুলের মতবিনিময়

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় রবিবার, ১১ আগস্ট, ২০২৪

বিশেষ প্রতিনিধি ॥ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ জামায়াত ইসলামী সমর্থিত সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের সাথে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার ১০ আগষ্ট সাবেক এম পি এর শ্যামনগরস্থ বাসভবনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্যামনগর শাখার নেতৃবৃন্দের সাথে দেশের চলমান পরিস্থিতির আলোকে সৌহার্দ্য পরিবেশে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সাবেক সংসদ সদস্য বলেন, বাংলাদেশ জামায়াত ইসলামী শ্যামনগর উপজেলা শাখা সনাতন ধর্মাবলম্বীদের জান, মাল নিরাপত্তা রক্ষার সব রকম ব্যবস্থা করবে। বাংলাদেশ আমাদের সকলের, হিন্দু মুসলিম ভাই ভাই, সকলে একসাথে মিলে মিশে থাকতে চাই’। তিনি আরও বলেন উপজেলার বিভিন্ন জনসম্মুখ স্থানে ব্যানার টানানো, নিরাপত্তা, মন্দির ও ঘরবাড়ি ভাংচুর বা ক্ষতি সাধন রোধকল্পে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠন করে পাহাদার নিযুক্ত করণ, ঘের বা জমি দখল ও ব্যবসায়ী প্রতিষ্ঠান ক্ষতি সাধন রক্ষায় মনিটরিং কমিটি গঠন করে সকলের দায়িত্ব প্রদান করা হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের হেফাজতে রাখতে তিনি সকলের সুচিন্তিত মতামত প্রার্থনা করেন। সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের মতামত বা পরামর্শ তিনি সাদরে গ্রহন করে তার দ্রুত ব্যবস্থা নিতে আশ্বস্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর শাখার বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের আহবায়ক বিষ্ণুপদ মন্ডল, যুগ্ম আহবায়ক মহাদেব মন্ডল, সদস্য সচিব কিরণ চন্দ্র চ্যাটার্জী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি পরিমল মন্ডল, সভাপতি রবীন্দ্র নাথ বিশ্বাস, সহ-সভাপতি কৃষ্ণানন্দ মুখার্জী, সাধারণ সম্পাদক অ্যাডঃ কৃষ্ণপদ মন্ডল, সনজিৎ দাস, রনজিৎ দেবনাথ, শংকর তরফদার, অরুন মুখার্জী, সমীরন দে, নিহার রঞ্জন সরকার, শংকর সরকার, ধনঞ্জয় বৈদ্য, দীনেশ চন্দ্র মন্ডল, কার্ত্তিক দত্ত, তপন কুমার মন্ডল প্রমূখ। এ ধরনের পদক্ষেপে সনাতন ধর্মীয় নেতৃবৃন্দ আন্তরিক ভাবে সাবেক এমপি কে আন্তরিক ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com