এস এম জাকির হোসেন শ্যামনগর থেকেঃ শ্যামনগর উপজেলায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন (মংলা) কর্তৃক ৭১৬ পিস ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত শনিবার রাত ৮ টায় গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড পশ্চিম জোন অধীনস্থ বিসিজি স্টেশন কৈখালী কর্তৃক শ্যামনগর উপজেলার অন্তর্গত কলবাড়ি বাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে উক্ত এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহ জনক মনে হলে কোস্ট গার্ড সদস্যগণ তাকে তলাশি করে ৭১৬ পিস ইয়াবাসহ উপজেলার কলবাড়ী গ্রামের শওকত আলীর পুত্র কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ ওহীদুজ্জামান (৩০) কে আটক করে। পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত ব্যক্তিকে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) হাওঃ সানওয়ার হুসাইন মাসুম দৈনিক দৃষ্টিপাতকে জানান, মাদকসহ একজন ব্যবসায়ীকে গ্রেপ্তারপূর্বক মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।