বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১২টায় উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তর প্রধানগণ, ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এস এম আতাউল হক দোলন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ আক্তার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস খালেদা আইয়ুব ডলি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শাহিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা এস এম এনামুল ইসলাম সহ বিভিন্ন দপ্তর প্রধানগণ ও ইউপি চেয়ারম্যান বৃন্দ। সভায় উপজেলা পরিষদের চলমান কাজগুলো সঠিকভাবে সময় অনুযায়ী সম্পন্ন করার লক্ষ্যে সকলকে সচেষ্ট থেকে কাজ দেখভাল করার অনুরোধ জানানো হয়।