এম. আসাদ শ্যামনগর ব্যুরোঃ শ্যামনগর উপজেলার সদর ইউনিয়নের যাদবপুর মাদ্রাসা হতে প্রায় ১ কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় রাস্তাটি জরাজীর্ণ হয়ে পড়েছে। চলাচলে চরম ভোগান্তিতে পড়েছেন আশপাশের গ্রামের মানুষ। সরেজমিনে গিয়ে দেখা গেছে, চিংড়াখালী, কালমেঘা, কল্যাণপুর, মানিকপুর, সহ ৮ থেকে ১০টি গ্রামের মানুষের শ্যামনগরে যাওয়ার প্রধান রাস্তা এটি। দীর্ঘদিন যাবৎ রাস্তাটি ভাঙ্গাচোরা অবস্থায় থাকলেও কোনো সংস্কার হয়নি। প্রতিনিয়ত এ রাস্তায় ঘটে চলছে দুর্ঘটনা। বিভিন্ন দুর্যোগ ও বর্ষায় পানিতে ইটের সোলিং এর ইট উঠে গিয়ে ছোট-বড় খানাখন্দে পরিণত হয়েছে। রাস্তার মাঝখানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। মাঝের ১৫০ মিটার রাস্তার অবস্থা খুবই নাজুক। রাস্তার দু’পাশে পুকুর থাকার কারনে দুই পাশ ভেঙ্গে পুকুরে বিলীন হয়েছে। ফলে রাস্তা সংকীর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। চলাচলের জন্য এই রাস্তাটি একমাত্র পথ হওয়ায় জীবনের ঝুঁকি নিয়েই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামের মানুষের। দিন দিন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে। বর্তমান সরকার যেখানে গ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছেন সেখানে গ্রামীন এই রাস্তার বেহাল দশার দীর্ঘ সময় পার হলেও তা সংস্কার করার কোন খবর নেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। স্থানীয় ভ্যানচালক কলিম উদ্দিন জানান, ভ্যান চালিয়ে চলে তার সংসার ভাঙা রাস্তার কারণে ভ্যান চলাতে খুব কষ্ট হয়। একটু ভারী মাল থাকলে গাড়ি উল্টে যায়। গ্রামের কেউ অসুস্থ হলে কোলে করে নিয়ে যেতে হয় পিচের রাস্তা পর্যন্ত। এলাকাবাসীর দাবি বর্ষা মৌসুম শুরুর আগেই রাস্তাটি মেরামত করা না হলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবে কয়েক সহস্রাধিক মানুষ। রাস্তাটি দ্রুত সংস্কার করে চলাচলের উপযোগী করার জন্য উধ্বতন কতৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকার জনসাধারণ।