বিশেষ প্রতিনিধি \ শ্যামনগর উপজেলায় সরকারী মহসীন ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু আন্তঃ বিভাগে ক্রিকেট টুর্নামেন্ট-২০২২এর ফাইনাল খেলা অণুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সকাল ১০ টায় অত্র কলেজ মাঠে শিক্ষক-শিক্ষার্থীর, ক্রিড়াপ্রেমি দর্শক-শ্রোতার উপস্থিতিতে খেলায় অংশগ্রহণ কৃত ৮ টি দল হল একাদশ শ্রেণি, দ্বাদশ শ্রেণি, ডিগ্রী, অনার্স বাংলা, রাষ্ট্রবিজ্ঞান, ইসলামিক স্টাডিজ, ইসলামের ইতিহাস ও ব্যবস্থাপনা বিভাগ। খেলা শেষে বিজয়ী দলের মাঝে প্রধান অতিথি হিসেবে পুরস্কার প্রদান করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম আব্দুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কলেজের একাডেমিক কাউন্সিলের সেক্রেটারী মোছাঃ জেরিন লিসা, শিক্ষক পরিষদের সচিব ড. প্রতাপ কুমার রায়, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এম এম আবুল কাশেম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানগণ, কর্মকর্তা-শিক্ষক, ৮টি দলের খেলোয়াড় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।