সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৯:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সংসদ নির্বাচনে আ’লীগ প্রার্থী আতাউল হক দোলনের নির্বাচনীয় কর্মী সমাবেশ অনুষ্ঠিত বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান কপিলমুনিতে মুক্ত দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত আশাশুনিতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত আশাশুনিতে বেগম রোকেয়া দিবস পালিত আশাশুনিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা কয়রায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালন বেগম রোকেয়া দিবসে আলোচনা সভা ও শ্রেষ্ঠ সাত জয়িতাকে সম্মাননা প্রদান আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দাকোপে আর্ন্তজাতিক দূর্নীতি বিরোধী দিবস পালিত

শ্রীউলার ৩ ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকান্ডে

দৃষ্টিপাত ডেস্ক :
  • আপডেট সময় শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২

শ্রীউলা (আশাশুনি) প্রতিনিধি \ আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের মাড়িয়ালা মৎস্য সেট বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ৩ দোকানের ২৫ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। বুধবার দিবাগত রাত্র সাড়ে ১২ টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।বাজারের রাস্তার পশ্চিম পাশে শফিকুল ইসলামের ন্যাশনাল স্টোর নামে মুদি ও ভ্যারাইটিস মালের দোকান ও একটি গুদাম এবং পাশে ব্যবসায়ী খোকনের এলোমনিয়াম ও প্লাস্টিক সামগ্রির দোকান অবস্থিত। প্রতিদিনের ন্যায় তারা রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। এসময় বিদ্যুৎ ছিলনা। রাত্র ১২ টার দিকে বিদ্যুৎ আসার পর হঠাৎ করে বৈদ্যুতিক শর্টসার্কিট বা অন্য কোন ভাবে অগ্নিকান্ডের সূত্রপাত হলে পাশাপাশি ৩টি দোকান ও গোডাউন দাউ দাউ করে জ্বলতে থাকে। নৈশ প্রহরী ও পাশের লোকজন আগুন দেখতে পেয়ে চিৎকার করলে লোকজন পানি দিয়ে নিভানোর চেষ্টা করে। অপরদিকে আশাশুনি ফায়ার স্টেশনে ফোন করলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হন। ততক্ষণে দু’দোকান ও এক গোডাউনের অধিকাংশ মালামাল পড়ে যায়। শফিকুলের আনুমানিক ২০ লক্ষাধিক টাকা ও খোকনের ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে। বাজারের নাসিমাবাদ গ্রামের ন্যাশনাল স্টোরের স্বত্ত¡াধিকারী শফিকুল ইসলাম জানান, তিনি মুদি, চাউল, পোল্ট্রি খাদ্য দোকান ও গোডাউন বুধবার রাতে বন্ধ করে বাড়ি চলে যান। রাত সাড়ে ১২টার দিকে লোকজনের চিৎকার শুনে দৌড়ে দোকানে গিয়ে দেখেন দোকান দাউ দাউ করে জ্বলছে। তিনি সবেমাত্র ঈদের মালামাল তুলেছেন। এছাড়া গোডাউনে ও দোকানে থাকা চাউল, ডাউল সহ অন্য মুদি মালামাল মিলে ২০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে। এ্যালুমেনিয়াম ব্যবসায়ী লাঙ্গলদাড়িয়া গ্রামের দেবাশীষ স্বর্ণকার ওরফে খোকন জানান, লোকমুখে আগুন লাগার খবর শুনে তিনি ঘটনাস্থলে যান। প্লাস্টিকের মালামালে আগুন লেগে তীব্রতা বেড়ে যায়। তার অনুমান ৫ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে বলে তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2022 dainikdristipat.com
Theme Dwonload From ThemesBazar.Com