স্টাফ রিপোর্টার ঃ সাতক্ষীরা তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোর্তজা আলম লিটনের বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক ও মিথ্যা অভিযোগ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের আয়োজনে গতকাল সকাল ৯টায় বিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক সভাপতি আলহাজ্ব মো: সলেমান আলী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য মো: মুনসুর আলী, বক্তব্য বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ষড়যন্ত্র করে সিনিয়র শিক্ষক মোর্তজা আলমের বিরুদ্ধে স্কুলের অনিয়মিত শিক্ষার্থী দ্বারা মিথ্যা যৌন নিপীড়নের অভিযোগ করে সভাপতির কাছে। পরবর্তীতে ঐ শিক্ষার্থী থানায় অভিযোগ করে। পরে একটি মামলা হয়। পুলিশ শিক্ষককে আটক করে জেল হাজতে প্রেরন করে। প্রধান শিক্ষকের বিভিন্ন অনিয়ম ঠেকাতে সভাপতিকে ম্যানেজ করে। শিক্ষার্থীর মাধ্যমে ঐ শিক্ষকের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, আমরা দীর্ঘ দিন শিক্ষক মোর্তজা আলমের কাছ থেকে শিক্ষা গ্রহন করছি। কোন দিন স্যারের আচরন খারাপ দেখিনি। পরিকল্পীত ভাবে ফাসানোর জন্য ঐ শিক্ষার্থী মিথ্যা নাটক সাজিয়ে স্যার বিরুদ্ধে মামলা করেছে। আমরা স্যারকে দ্রুত মুক্তি চাই। সাথে সাথে ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা।