স্টাফ রিপোর্টার: সাতক্ষীরা সদর থানা পুলিশের অভিযানে ২০০ পিচ ইয়াবা সহ ১ মাদক ব্যবসায়ী কে আটক করা হয়েছে। আটক শহরের মুন্সিপাড়া এলাকার মৃত জিয়াদ আলী গাজীর পুত্র আবু বকর সিদ্দিক উরফে শাহীন (৩৮)। পুলিশ সুত্রে জানাগেছে, গতকাল সদর থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের মুন্সিপাড়া ক্লাবের পাশে রাসেল ইলেকট্রনিক্স দোকানের সামনে রাস্তার উপর থেকে আসামী আবু বকর কে ২০০ পিচ ইয়াবা সহ আটক করে। আসামীর বিরুদ্ধে সদর থানায় মামলা পূর্বক জেল হাজতে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি মো: মহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।